বিনোদন ডেস্ক(০২ ফেব্রুয়ারী): প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন তিন জনপ্রিয় অভিনয়শিল্পী তারিন, নোবেল ও তিন্নি। ‘নীল কুয়াশায়’ শিরোনামের একটি নাটকে অভিনয় করছেন তারা।
১ ফেব্রুয়ারি উত্তরায় এই নাটকের শুটিং শুরু হয়েছে। নাটকের গল্প একজন পুরুষের মনোজগত্ ও তার দুই স্ত্রীকে নিয়ে।
জাকারিয়া শৌখিনের লেখা নাটকটি পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী।
‘নীলকুয়াশায়’ নাটকের গল্পে মুয়ীদ (নোবেল) ও মায়া (তারিন) নতুন বিয়েকরেছে। দেশের বাড়ি থেকে নববধূকে নিয়ে মাত্রই ঢাকার বাসায় ফিরেছে মুয়ীদ।তখনই তার মনোজগতে তৈরি হতে থাকে আরও একটি গল্প। তার একটি অতীত ছিল। সেইঅতীতে ফ্লোরার (তিন্নি) সঙ্গে তার তুমুল প্রেম ছিল। ঝোঁকের মাথায় বিয়েওকরেছিল। তারপর হঠাত্ একদিন ফ্লোরার আত্মহত্যা। মুয়ীদ মায়াকে বিয়ে করেএনে দুই নৌকায় পা দিয়ে চলতে শুরু করে। এক নৌকায় মায়া ও বাস্তবতা, অন্যনৌকায় ফ্লোরা ও কল্পনা। দুই নৌকায় পা দিয়ে চলতে চলতে একসময় ক্লান্তহয়ে পড়ে মুয়ীদ। গল্পে শুরু হয় একের পর এক ধাঁধা।
নোবেল এর আগে তারিনের সঙ্গে জুটি হয়ে দুটি নাটকে অভিনয় করেছিলেন। তবে তিন্নির সঙ্গে এবারই প্রথম জুটি গড়লেন নোবেল।
জানা গেছে, ‘নীল কুয়াশায়’ নাটকটি প্রচারিত হবে পয়লা বৈশাখে।
নিউজরুম