বিনোদন ডেস্ক(০২ ফেব্রুয়ারী): ২০০৫ সাল থেকে উদিতায় মোহিত ছিলেন মোহিত সুরি, জেহের ছবির শুটিংয়ের প্রথমদিন থেকে। আর গত মঙ্গলবার উদিতা গোস্বামীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বলিউডেরএই তরুণ পরিচালক। মজার বিষয়, বেশ কয়েকবার ভাঙনও ধরেছিল তাঁদের টানা আটবছরের প্রেমে। ও লামহে ও মার্ডার টু ছবির পরিচালক মোহিত শুভকাজটি সম্পন্নকরলেন জুহুর ইসকন মন্দিরে। বলিউডের অভিনেত্রী উদিতার মা-বাবা অনুষ্ঠানেএসেছিলেন নেপাল থেকে। এ ছাড়া উপস্থিত ছিলেন মোহিতের চাচা মহেশ ভাট ও মুকেশভাট। বোন স্মাইলি সুরি এবং কাজিনদের মধ্যে ছিলেন বিশেষ ভাট ও এমরান হাশমি।বলিউডের তারকাদের মধ্যে এসেছিলেন দিয়া মির্জা, জ্যাকুলিন, তনুশ্রী দত্ত, কঙ্গনাসহ অনেকেই। মুম্বাই মিরর।
নিউজরুম