মোহিত ছিলেন মোহিত সুরি

0
199
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক( ফেব্রুয়ারী): ২০০৫ সাল থেকে উদিতায় মোহিত ছিলেন মোহিত সুরি, জেহের ছবির শুটিংয়ের প্রথমদিন থেকেআর গত মঙ্গলবার উদিতা গোস্বামীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বলিউডেরএই তরুণ পরিচালকমজার বিষয়, বেশ কয়েকবার ভাঙনও ধরেছিল তাঁদের টানা আটবছরের প্রেমেও লামহে ও মার্ডার টু ছবির পরিচালক মোহিত শুভকাজটি সম্পন্নকরলেন জুহুর ইসকন মন্দিরেবলিউডের অভিনেত্রী উদিতার মা-বাবা অনুষ্ঠানেএসেছিলেন নেপাল থেকেএ ছাড়া উপস্থিত ছিলেন মোহিতের চাচা মহেশ ভাট ও মুকেশভাটবোন স্মাইলি সুরি এবং কাজিনদের মধ্যে ছিলেন বিশেষ ভাট ও এমরান হাশমিবলিউডের তারকাদের মধ্যে এসেছিলেন দিয়া মির্জা, জ্যাকুলিন, তনুশ্রী দত্ত, কঙ্গনাসহ অনেকেইমুম্বাই মিরর

 

নিউজরুম

 

শেয়ার করুন