বিনোদন ডেস্ক(০২ ফেব্রুয়ারী):বলিউডের সঙ্গে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যান্ড্রু সিমন্ডসের সখ্য বেশ পুরোনো। ২০১১ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ‘পাতিয়ালা হাউস’ ছবিতে স্ব-চরিত্রে অভিনয় করেছিলেন সিমন্ডস। বলিউডের অভিনেত্রী মিনিষা লাম্বার সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাঁর।এবারে সেই বন্ধুত্বকে ছাপিয়ে মিনিষার সঙ্গে তিনি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলেই এক খবরে জানিয়েছে মিড-ডে।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ইদানীং ঘন-ঘন এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন সিমন্ডস এবং মিনিষা। গত মাসে মিনিষার জন্মদিনের অনুষ্ঠানে তাঁর কাছের বন্ধুদের পাশাপাশি সিমন্ডসও উপস্থিত ছিলেন। রাতভর পার্টিতে মেতেছিলেন তাঁরা। ঘটনার এখানেই শেষ নয়। পরদিনই একটি ক্লাবে মিনিষা এবং সিমন্ডসকে একসঙ্গে দেখা গিয়েছিল।সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত সেখানে পার্টিতে মেতেছিলেন তাঁরা।
এ ছাড়াও সম্প্রতি মুম্বাইয়ের এক হোটেলে একত্রে নৈশভোজ সেরেছেন সিমন্ডস এবং মিনিষা।সেসময় তাঁরা গল্প ও হাসি-ঠাট্টায় মেতে উঠেছিলেন। শুধু তাই নয়, সিনেমা হলে একসঙ্গে ছবিও দেখেছেন। এসব কারণে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে সবাই বলাবলি করছেন, অভিসারে মেতেছেন পৃথিবীর দুই প্রান্তের ও দুই জগতের এ দুই তারকা।
নিউজরুম