গল্প ও হাসি-ঠাট্টায় মেতে ছিলেন সিমন্ডস এবং মিনিষা

0
140
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(০২ ফেব্রুয়ারী):বলিউডের সঙ্গে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যান্ড্রু সিমন্ডসের সখ্য বেশ পুরোনো২০১১ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া পাতিয়ালা হাউসছবিতে স্ব-চরিত্রে অভিনয় করেছিলেন সিমন্ডসবলিউডের অভিনেত্রী মিনিষা লাম্বার সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাঁরএবারে সেই বন্ধুত্বকে ছাপিয়ে মিনিষার সঙ্গে তিনি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলেই এক খবরে জানিয়েছে মিড-ডে
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ইদানীং ঘন-ঘন এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন সিমন্ডস এবং মিনিষাগত মাসে মিনিষার জন্মদিনের অনুষ্ঠানে তাঁর কাছের বন্ধুদের পাশাপাশি সিমন্ডসও উপস্থিত ছিলেনরাতভর পার্টিতে মেতেছিলেন তাঁরাঘটনার এখানেই শেষ নয়পরদিনই একটি ক্লাবে মিনিষা এবং সিমন্ডসকে একসঙ্গে দেখা গিয়েছিলসন্ধ্যা থেকে ভোর পর্যন্ত সেখানে পার্টিতে মেতেছিলেন তাঁরা
এ ছাড়াও সম্প্রতি মুম্বাইয়ের এক হোটেলে একত্রে নৈশভোজ সেরেছেন সিমন্ডস এবং মিনিষাসেসময় তাঁরা গল্প ও হাসি-ঠাট্টায় মেতে উঠেছিলেনশুধু তাই নয়, সিনেমা হলে একসঙ্গে ছবিও দেখেছেনএসব কারণে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে সবাই বলাবলি করছেন, অভিসারে মেতেছেন পৃথিবীর দুই প্রান্তের ও দুই জগতের এ দুই তারকা

 

নিউজরুম

 

শেয়ার করুন