মানিকগঞ্জ (২ফেব্রুয়ারী) : ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। শনিবার সকাল সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকাগামী সৌর্হাদ্য পরিবহনের একটি বাস সামনে থেকে পাটুরিয়াগামী একটি টেম্পুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, হতাহতরা সবাই টেম্পুর যাত্রী ছিলেন।
নিউজরুম