চট্টগ্রাম (২ফেব্রুয়ারী) : চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার সরকার হাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মো.বেলাল (২৫) এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।শনিবার সকাল পৌনে ১০টার দিকে মোটর সাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত কনস্টেবল শীলাব্রত চাকমা জানান, নিহত বেলাল হাটহাজারী উপজেলার সাদেকনগর এলাকার নূরুল আলমের ছেলে। সরকার হাট এলাকায় বেলালের বেশ কয়েকটি মাছ ও মুরগীর খামার আছে।
শনিবার সকালে বাড়ি থেকে মোটর সাইকেল চালিয়ে খামারে যাবার পথে বেলাল দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত বেলালকে সকাল সোয়া ১০টার দিকে চমেক হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিউজরুম