পাকিস্তান ইজ নট সেফ টু ট্রাভেল

0
151
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(০২ ফেব্রুয়ারী): দুবাইয়ে আইসিসির নির্বাহী সভায় ছিল বেশ কিছু বিষয়, কিছু বিষয় উঠে এসেছেদেশেওপাকিস্তান সফর স্থগিত, আবার নিরাপত্তা দল পাঠানো, পিএসএল, বিপিএলেরপাওনা বিতর্কআইসিসির সভা থেকে ফিরে কাল এম এ আজিজের প্রেসবক্সে সব প্রসঙ্গনিয়েই কথা বললেন বিসিবির প্রধান নাজমুল হাসান

 পাকিস্তান সফর বাতিল নিয়ে কী হলো আইসিসির সভায়?l
নাজমুলহাসান: আমি সভায় ব্যাখ্যা করেছি, কেন প্রতিশ্রুতি দিয়েও আমরা ওই সময় গেলামনাআমার মনে হয়েছে, ওখানে উপস্থিত সবাই বুঝতে পেরেছেন যে আমাদের নাযাওয়ার পেছনে বেশ কিছু যৌক্তিক কারণ ছিলআমার বক্তব্যের পর প্রশ্ন করারজন্য ওপেন ফ্লোর ছিলকিন্তু কেউ কোনো প্রশ্ন করেননি
 পাকিস্তানের বোর্ড-প্রধানও কিছু বলেননি!l
নাজমুল:কোনো প্রশ্ন করেননিপাকিস্তান শুধু একটা কথাই আমাকে বলেছে, আমি যেবলেছিলাম (সফর স্থগিত করার সময়) পাকিস্তান ইজ নট সেফ টু ট্রাভেল, এইব্যাপারটায় উনি মনে কষ্ট পেয়েছেনএটুকুই
 পাকিস্তানে আবার নিরাপত্তা পরিদর্শক দল পাঠানোর সিদ্ধান্ত কি এখনো বহাল আছে?l
নাজমুল:পাকিস্তান সফর নিয়ে তখন দেশের মানুষ উদ্বিগ্ন ছিলসে জন্য মনে করেছিআরেকটি সিকিউরিটি দল না পাঠানো পর্যন্ত, তাদের রিপোর্ট না পাওয়া পর্যন্ত এব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া কঠিনযেহেতু আইসিসি ম্যাচ অফিশিয়াল পাঠানোনিয়ে স্পষ্ট কিছু বলেনি, সেহেতু আরেকটু চিন্তাভাবনা করে যাওয়া উচিতএইমুহূর্তে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না
 পিএসএলে (পাকিস্তান সুপার লিগ) বাংলাদেশি ক্রিকেটারদের খেলার অনুমতি দেওয়া হবে?l
নাজমুল:ভাবনার বিষয় হচ্ছে, কোনো খেলোয়াড় যদি নিজে ঝুঁকি নিয়ে ওখানে খেলতে যেতেচায়, তাহলে বিসিবি ছাড়পত্র দেবে কি নাআমার একার পক্ষে এই ব্যাপারটা বলাকঠিনবোর্ড সভায় সিদ্ধান্ত নিতে হবেপত্রিকায় দেখলাম…ভারতে পাকিস্তানেররাষ্টদূত নিজেই বলছেন যে এই মুহূর্তে ওখানে নিরাপদ নাএমনকি পিএসএল করাওঠিক না
 বিপিএলে পাকিস্তানি খেলোয়াড় না আসতে দেওয়া নিয়ে আলোচনা হয়নি?l
নাজমুল:নাসত্যি কথাটা বলি, আমরাই তো একটু ব্যাকফুটে ছিলামদু-তিনবার সময়দেওয়ার পরও যাইনিএখন যেহেতু ওরা বিপিএলে খেলোয়াড় দেয়নি, পাকিস্তান সফরেরবিষয়টি আমি মাথায়ই আনতে চাই নাএই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আবার একটাকমিটমেন্ট দিতে হবেআমি আসলে এর মধ্যে যেতে চাইছি নাআমাদের এখন বিপিএলচলছে, এরপর শ্রীলঙ্কায় যাব, জিম্বাবুয়ে সফর আছেভারত সফরে যাওয়ার চেষ্টাচলছে
 ভারতের সঙ্গে কি আনুষ্ঠানিক আলোচনা হয়েছে?l
নাজমুল:ব্যক্তিগতভাবে ভারতের বোর্ড-প্রধানের সঙ্গে কথা হয়েছে আমারউনি আমাকে কথাদিয়েছেন দেশে গিয়ে অবশ্যই দেখবেন, কীভাবে এই বছরের মধ্যে বাংলাদেশকে ভারতেনেওয়া যায়
 বিপিএলে টাকা-পয়সা নিয়ে এবারও ঝামেলা হচ্ছে…l
নাজমুল:আমি দুবাই থেকে শুনেছি, বিদেশি খেলোয়াড়ের পাওনা নিয়ে কথা উঠেছেআমি বলেছি, ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বসতে চাই, জানতে চাই গ্যাপটা কোথায়যে সমস্তখেলোয়াড়ের চুক্তিপত্র দেওয়া হয়নি, তাদের টাকা আমরা দিতে পারিনিযাদেরদেওয়া হয়েছে, তাদের আমরা দিয়ে দিয়েছিওয়াইস শাহ অভিযোগ করেছিল, কিন্তু কালসে আমাদের কাছে স্বীকার করেছে ভুলটা আসলে তারইভুল অ্যাকাউন্ট নম্বরদিয়েছিল, এখন ক্ষমা চেয়েছে
 গতবারের তিক্ত অভিজ্ঞতা কিন্তু এবারও সবাইকে সংশয়ে ফেলছে!l
নাজমুল:গতবারের বিপিএলের সমস্ত টাকা পরিশোধ হয়ে গেছে আমরা বোর্ডে আসার পরেএবারওকোনো সন্দেহ নেই, খেলোয়াড়েরা টাকা পাবেআমাদের তো একটু সময় দিতে হবেপ্রথম কিস্তির টাকার জন্য ৩১ তারিখ পর্যন্ত সময় ছিল, এখন মঙ্গলবার পর্যন্তবাড়ানো হয়েছেযদি কেউ না দেয়, আমি শুধু এটুকু বলতে পারি যে তারা ভুল করবেএবার ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই

 

নিউজরুম

 

শেয়ার করুন