পাবনায় ট্রাকের ধাক্কায় ২ অটোরিকশা যাত্রী নিহত

0
165
Print Friendly, PDF & Email

পাবনা (২ফেব্রুয়ারী) : পাবনা-নগরবাড়ী মহাসড়কের ধোপাঘাটা এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ সময় নারীসহ আরও ৪ জন আহত হয়েছেন।নিহতরা হলেন- সাঁথিয়া উপজেলার নুরদহ গ্রামের সমর হোসেনের ছেলে ইমরান হোসেন (২৬) ও সদর উপজেলার নাজিরপুর গ্রামের ভাদু প্রামানিক (৫০)।

আহতরা হলেন- সদর উপজেলার যাত্রাবাদ গ্রামের বিলকিস খাতুন (২২), একই উপজেলার নাজিরপুর গ্রামের রিবা খাতুন (৪০), সাঁথিয়া উপজেলার ধুলাউরি গ্রামের সুমন হোসেন (২০) এবং সুজানগর উপজেলার চর সুজানগর গ্রামের ইয়াকুব আলী (৪০)। তাদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকাল ‌১০টার দিকে একটি সিএনজি চালিত অটোরিকশা ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা সড়ক ও জনপদের একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায় ও চারজন আহত হয়।

পাবনা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফজলে এলাহী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে  জানান, হতাহতরা সবাই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন। এসআই আরও জানান, পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।

নিউজরুম

শেয়ার করুন