পাবনা (২ফেব্রুয়ারী) : পাবনা-নগরবাড়ী মহাসড়কের ধোপাঘাটা এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।শনিবার সকাল ১০টার দিকে সড়ক ও জনপদের একটি পিকআপ একটি সিএনজি চালিত অটোরিকশাকে সামনের দিক থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
পাবনা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফজলে এলাহী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, হতাহতরা সবাই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
নিউজরুম