সিংড়ায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

0
180
Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিবেদক, (২ফেব্রুয়ারী) : নাটোরের সিংড়া উপজেলার খেজুরতলা এলাকায় শনিবার সকালে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় শিবলু আহমেদ ( ২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।নিহত শিবলু  সিংড়া উপজেলার দক্ষিণ দমদমা গ্রামের শুকচান আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শিবলু মোটরসাইকেল যোগে নাটোর শহরের দিকে আসছিল। এসময় খেজুরতলায় বগুড়াগামী একটি ট্রাক তাকে সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিবলু মারা যান। স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করেছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সিংড়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সম্পাদনা, আলীরাজ হেড অব নিউজ

শেয়ার করুন