সাভার (১ফেব্রুয়ারী) : শিল্পাঞ্চল আশুলিয়া থানায় বিএনপি ও জামায়াতের ৯৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানা পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে এ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে আশুলিয়ার নয়ারহাট এলাকায় গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা প্রদান করার অভিযোগে বিএনপি ও জামায়াতের ৩২ নেতা-র্কমীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৬১ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম জানান, বৃহস্পতিবার হরতাল চলাকালে আশুলিয়ার নয়ারহাট এলাকায় গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য দ্রুত বিচার আইনে মামলাটি করা হয়ছে।
নিউজরুম