আগামী নির্বাচনকে সামনে রেখে জাতীয় পাটির ৯৬ আসনের প্রার্থী ঘোষনা

0
432
Print Friendly, PDF & Email

             রুপসীবাংলা ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব এইচএম এরশাদ দু’দফায় ৯৬আসনের প্রার্থীর তালিকা প্রকাশ করেছেন।সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মনোনীতদের নাম প্রকাশ করা হয়।প্রাথমিক ভাবে যারা মনোনীত হয়েছেন তারা হলেন,সভাপতি মন্ডলীর সদস্য রওশন এরশাদ (ময়মনসিংহ), কাজী জাফর আহমদ (কুমিল্লা১১), আনিসুল ইসলাম মাহমুদ (চট্টগ্রাম), জিয়াউদ্দিন আহমেদ বাবলু (চট্টগ্রাম), মহাসচিববিএম রুহুল আমিন হাওলাদার (পটুয়াখালী)

মনোনীত অন্যদের মধ্যে রয়েছেনঅধ্যাপক দেলোয়ার হোসেন খান (ঢাকা), কাজী মাহমুদ হাসান (নরসিংদী/গাজীপুর), আহসান হাবিব লিংকন (কুষ্টিয়া), আতিকুর রহমান (হবিগঞ্জ), সোলায়মান আলম শেঠ (চট্টগ্রাম), মুজিবুল হক চুন্নু (কিশোরগঞ্জ), এসএম আব্দুল মান্নান (মানিকগঞ্জ), সুনীল শুভ রায় (খুলনা), মোস্তফাজামান বেবী (নরসিংদী), সৈয়দ দিদার বখত (সাতক্ষীরা), নবাব আলী আব্বাস (মৌলভীবাজার)মনোনীত অন্যরাহলেনজিয়াউল হক মৃধা (ব্রাহ্মণবাড়িয়া),শহিদুল ইসলাম (চাঁদপুর), খন্দকার আব্দুস সালাম (গাজীপুর), রেজাউল ইসলাম ভূঁইয়া (ব্রাহ্মণবাড়িয়া), মো. সেলিমউদ্দিন (সিলেট), হাসান সিরাজ সুজা (মাগুরা), আলাউদ্দিন (ফেনী), শফিকুল ইসলাম মধু (খুলনা), শরিফুল ইসলাম সরু চৌধুরী (যশোর), আশরাফ সিদ্দিকী (টাঙ্গাইল), সাবি্বরআহমেদ (সিলেট), সোমনাথদে (বাগেরহাট), শংকরপাল (হবিগঞ্জ) শাহাব উদ্দিন বাচ্চু (রাজশাহী)। অপর এক বিজ্ঞপ্তিতে হাফিজ উদ্দিন আহমেদ এমপি (ঠাকুরগাঁও-৩), কাজী মোঃ আবুল কাশেম রিপন (জয়পুরহাট-১), মোঃ তিতাস (জয়পুরহাট-২), শরিফুল ইসলাম জিন্নাহ (বগুড়া-২), অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন (নওগা-২), মুজিবুর রহমান সেন্টু (নাটোর-২), আবুল কাশেম সরকার (নাটোর-৩), কোরবান আলী (কুষ্টিয়া-১), অ্যাডভোকেট জহিরুল ইসলাম (যশোর-৪), অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা (সংশোধনী : মাগুরা-২-এর পরিবর্তে মাগুরা-১ হবে), মেজর (অব.) আশরাফুল আলম (নড়াইল-১), আবদুর রাজ্জাক খান (পটুয়াখালী-৪), সিদ্দিকুর রহমান, সাবেক এমপি (ভোলা-২), মোস্তফা জামাল হায়দার (পিরোজপুর-১), সামছুল হক তালুকদার, উপজেলা চেয়ারম্যান (টাঙ্গাইল-২), জহিরুল ইসলাম জহির (টাঙ্গাইল-৭), এমএ সাত্তার (জামালপুর-১), মোঃ ইলিয়াস উদ্দিন, উপজেলা চেয়ারম্যান (শেরপুর-১), এমএ হান্নান (ময়মনসিংহ-৭), ফকরুল ইমাম, সাবেক এমপি (ময়মনসিংহ-৮), ফকির আশরাফ (নেত্রকোনা-১), এম হাবিবুল­াহ (মানিকগঞ্জ-৩), অ্যাডভোকেট শেখ মুহম্মদ সিরাজুল ইসলাম (মুন্সীগঞ্জ-২), আলহাজ কলিমুল­াহ (মুন্সীগঞ্জ-৩), খান মোঃ ইসরাফিল খোকন, সাবেক এমপি (ঢাকা-২০), সৈয়দ আবু হোসেন বাবলা (ঢাকা-৪), হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন (ঢাকা-৭), জহিরুল আলম রুবেল (ঢাকা-৮), কাজী ফিরোজ রশিদ (ঢাকা-১২), মোস্তাকুর রহমান মোস্তাক (ঢাকা-১৪), বাহাউদ্দিন বাবুল (ঢাকা-১৮), নুরুল ইসলাম এমএ (গাজীপুর-৫), আলমগীর শিকদার লোটন (নারায়ণগঞ্জ-২), মৌসুমী আক্তার (নারায়ণগঞ্জ-৩), নাসিম ওসমান এমপি (নারায়ণগঞ্জ-৫), ইঞ্জিনিয়ার এমএ সাত্তার (নরসিংদী-৫), দেওয়ান জয়নাল আবেদিন (সুনামগঞ্জ-৪), ইকবাল হোসেন রাজু (কুমিল­া-৪), অধ্যাপক নুরুল ইসলাম মিলন (কুমিল­া-৭), ডা. শহিদুল ইসলাম (সংশোধনী : চাঁদপুর-২-এর পরিবর্তে চাঁদপুর-১ হবে), রিন্টু আনোয়ার (ফেনী-৩), সালাউদ্দিন আহমেদ (নোয়াখালী-৩), মোবারক হোসেন আজাদ (নোয়াখালী-৪), মোর্শেদ মুরাদ ইব্রাহিম (চট্টগ্রাম-৯), কবির আহমেদ সওদাগর (কক্সবাজার-৪), আবুল হোসেন, সাবেক এমপি (রাজশাহী-১), আবু হেনা মোঃ মোস্তফা কামাল (রাজশাহী-৪), অধ্যাপিকা রওশনারা বেগম শিখা (রাজশাহী-৬), এমএ তালহা, এমপি (নাটোর-১), মকবুল হোসেন সেন্টু (পাবনা-২), মোঃ হারুন অর রশিদ (ঝিনাইদহ-২), ইয়াহ্হিয়া চৌধুরী (সিলেট-২), তাজ রহমান (সিলেট-৪), ইমরান হোসেন (চাঁদপুর-২), হাজী আবুল হোসেন (খুলনা-২), আবদুল গাফ্ফার বিশ্বাস (খুলনা-৩), মোল­া মুজিবুর রহমান (খুলনা-৫), সরদার শাহজাহান (পাবনা-১), মোঃ হায়দার আলী (পাবনা-৪), আমিনুল ইসলাম ঝন্টু (সিরাজগঞ্জ-২) এবং ক্য শৈ অং (পার্বত্য বান্দরবান)।

রংপুর বিভাগসহ বাকি আসনের প্রার্থীদের নাম সাংগঠনিক রিপোর্টের ভিত্তিতে পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।

আপলোড,১ফেব্রুয়ারী  ২০১৩

 

 

 

 

 

 

শেয়ার করুন