বিনোদন ডেস্ক(০১ ফেব্রুয়ারী):মম প্রথম অভিনয় করেন তৌকীর আহমেদের দারুচিনি দ্বীপ (২০০৭) ছবিতে। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এবার তিনি আরেকটি ছবিতে অভিনয় করবেন। ছবির নাম এই মুহূর্তে। পরিচালক মাসুদ হাসান। আগেই জানা গেছে, এই ছবিতে অভিনয় করবেন সংগীতশিল্পী পার্থ বড়ুয়া ও আনুশা। পরিচালক তখন জানিয়েছিলেন, তাঁর ছবিতে আরেকটি জুটি থাকবে। গতকাল বৃহস্পতিবার জানা গেছে, এরই মধ্যে জুটিটি চূড়ান্ত হয়েছে—মম ও নাঈম। মম বলেন, ‘শুরুতে একজন অভিনেত্রী হিসেবে নিজের প্রতি আস্থা ততটা সুদৃঢ় হয়নি, তাই প্রস্তাব এলেও রাজি হইনি। অনেক দিন তো হলো, টিভিতে অনেকগুলো কাজ করেছি। নিজের প্রতি আস্থা কিছুটা বেড়েছে। এই মুহূর্তের গল্প আর চরিত্রটা পছন্দ হয়ে গেল। তাই রাজি হয়ে গেলাম।’
পরিচালক জানান, এপ্রিল মাসে বৃষ্টির পর তিনি ছবির শুটিং শুরু করবেন। তখন প্রকৃতিতে যে পরিবর্তন আসবে, তা ক্যামেরায় ধরতে চান তিনি।
নিউজরুম