মম আবার অভিনয়ে ফিরলেন

0
155
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(০১ ফেব্রুয়ারী):মম প্রথম অভিনয় করেন তৌকীর আহমেদের দারুচিনি দ্বীপ (২০০৭) ছবিতেএই ছবিতে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পানএবার তিনি আরেকটি ছবিতে অভিনয় করবেনছবির নাম এই মুহূর্তেপরিচালক মাসুদ হাসানআগেই জানা গেছে, এই ছবিতে অভিনয় করবেন সংগীতশিল্পী পার্থ বড়ুয়া ও আনুশাপরিচালক তখন জানিয়েছিলেন, তাঁর ছবিতে আরেকটি জুটি থাকবেগতকাল বৃহস্পতিবার জানা গেছে, এরই মধ্যে জুটিটি চূড়ান্ত হয়েছেমম ও নাঈমমম বলেন, ‘শুরুতে একজন অভিনেত্রী হিসেবে নিজের প্রতি আস্থা ততটা সুদৃঢ় হয়নি, তাই প্রস্তাব এলেও রাজি হইনিঅনেক দিন তো হলো, টিভিতে অনেকগুলো কাজ করেছিনিজের প্রতি আস্থা কিছুটা বেড়েছেএই মুহূর্তের গল্প আর চরিত্রটা পছন্দ হয়ে গেলতাই রাজি হয়ে গেলাম
পরিচালক জানান, এপ্রিল মাসে বৃষ্টির পর তিনি ছবির শুটিং শুরু করবেনতখন প্রকৃতিতে যে পরিবর্তন আসবে, তা ক্যামেরায় ধরতে চান তিনি

 

নিউজরুম

 

শেয়ার করুন