আবার মাঠে নামবে টেলর

0
150
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(০১ ফেব্রুয়ারী):অধিনায়কত্ব নিয়ে কোচের সঙ্গে বিবাদে জড়ানোর পর নিউজিল্যান্ড দলে নিজের জায়গাটা হারিয়েছিলেন রস টেলরসদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সফরের দলে স্থান হয়নি সাবেক এই কিউই অধিনায়কেরতবে এবার নিউজিল্যান্ডের ইংল্যান্ড সফরের দলে আবার মাঠে নামতে যাচ্ছেন আগ্রাসী এই ব্যাটসম্যানআগামী ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে নিউজিল্যান্ডের ইংল্যান্ড সফর
গত বছর শ্রীলঙ্কা সফরে বাজে পারফরমেন্সের পর রস টেলরকে অধিনায়কত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিলেন কিউই কোচ মাইক হেসোনএ নিয়ে কিছুদিন বেশ টানাপোড়েনও চলেছে নিউজিল্যান্ড ক্রিকেটাঙ্গনেপরিণামে কোচের বিরাগভাজন হয়ে দক্ষিণ আফ্রিকা সফরের দল থেকে ছিটকে পড়েছিলেন টেলরতবে তাঁর মতো একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে খুব বেশিদিন উপেক্ষা করতে পারেননি নিউজিল্যান্ডের নির্বাচকেরাসম্প্রতি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে শুরু করার পরপরই দলে ফিরেছেন এই ডানহাতি ব্যাটসম্যাননিউজিল্যান্ডের কোচ মাইক হেসোন টেলরের দলে ফেরার খবরটি নিশ্চিত করে বলেছেন, ‘রস একজন বিশ্বমানের ব্যাটসম্যানআর সে নিউজিল্যান্ড দলের একটা গুরুত্বপূর্ণ অংশনিউজিল্যান্ডের ইংল্যান্ড সফরের দলে নতুন মুখ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন হ্যামিশ র্যাদারফোর্ডঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ভালো পারফরমেন্স দেখিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আসার সুযোগ পেয়েছেন এই উদ্বোধনী ব্যাটসম্যান
ইংল্যান্ড সফরে তিনটি করে টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট খেলবে নিউজিল্যান্ডআগামী ৯ ফেব্রুয়ারি অকল্যান্ডে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচরয়টার্স
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), ট্রেন্ট বোউল্ট, ইয়ান বাটলার, গ্রান্ট ইলিয়ট, জেমস ফ্রাঙ্কলিন, মার্টিন গাপটিল, রোনেন হিরা, মিচেল ম্যাক্লেনহ্যান, নাথান ম্যাককালাম, কলিন মুনরো, হ্যামিশ র্যাদারফোর্ড, রস টেলর
নিউজিল্যান্ডের ওয়ানডে দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), ট্রেন্ট বোউল্ট, গ্রান্ট ইলিয়ট, অ্যান্ড্রু ইলিস, জেমস ফ্রাঙ্কলিন, মার্টিন গাপটিল, মিচেল ম্যাক্লেনহ্যান, নাথান ম্যাককালাম, কাইল মিলস, কলিন মুনরো, রস টেলর, বিজে ওয়াটলিং, কেন উইলিয়ামসন

 

নিউজরুম

 

শেয়ার করুন