জন্মদিনেই শততম টেস্টে টস করতে নামবেন স্মিথ

0
545
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(০১ ফেব্রুয়ারী):নিজের জন্মদিনে কখনোই টেস্ট খেলতে নামা হয়নি গ্রায়েম স্মিথেরআজ নিজের ৩২তম জন্মদিনে সুযোগটা পেয়ে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়কজন্মদিনেই শততম টেস্টে টস করতে নামবেনএটাই তাঁকে ১০০ টেস্টে অধিনায়কত্ব করা প্রথম অধিনায়ক বানিয়ে দিচ্ছে ইতিহাসমাত্র ২২ বছর বয়সেই অধিনায়কত্বের গুরুভার নেওয়া স্মিথের সম্মানে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের প্রথম দিনটার নাম দেওয়া হয়েছে বিফ ডেস্বাস্থ্যবান এই ক্রিকেটারের ডাকনাম বিফ
স্মিথের অধিনায়কত্বেই এখন টেস্ট র‌্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকাআগামী ১ এপ্রিল পর্যন্ত র‌্যাঙ্কিংটা ধরে রাখতে পারলেই শ্রেষ্ঠত্বের প্রতীক গদাটা ধরে রাখা যাবেবাড়তি পাওনা হবে আইসিসির সাড়ে ৪ লাখ ডলার পুরস্কারকাজটা সহজ, পাকিস্তানের বিপক্ষে সিরিজটা কোনো ম্যাচ না হেরে ড্র করলেই চলবে
ডেল স্টেইন, ভারনন ফিল্যান্ডার ও মরনে মরকেলকে নিয়ে গড়া প্রোটিয়া পেস আক্রমণই এই মুহূর্তে বিশ্বসেরাআর সেই দলের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামার আগে পরশু পাকিস্তান শুনেছে দুঃসংবাদচোট কেড়ে নিয়েছে নির্ভরতার প্রতীক হয়ে ওঠা উদ্বোধনী ব্যাটসম্যান তৌফিক উমরকেমোহাম্মদ হাফিজের সঙ্গে রেকর্ড টানা ১৮ টেস্ট ওপেন করা ৩১ বছর বয়সী ব্যাটসম্যানের সিরিজটাই আসলে শেষ হয়ে গেছেদক্ষিণ আফ্রিকার দ্রুত গতির উইকেটে ভয়ংকর প্রোটিয়া আক্রমণ সামলাতে হাফিজের সম্ভাব্য সঙ্গী অভিষেকের অপেক্ষায় থাকা নাসির জামশেদ
পাকিস্তানের পরিকল্পনাটা সরলমোটামুটি সম্মানজন স্কোর গড়া এবং নিজেদের বোলিং অস্ত্র দিয়ে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং লাইনআপের পরীক্ষা নেওয়াদুসরা নিয়ে সাঈদ আজমল তো আছেনইঅভিজ্ঞ উমর গুল, বাঁহাতি সুইং বোলার জুনাইদ খানের সঙ্গে সাত ফুটি মোহাম্মদ ইরফানের সমন্বয়ে পাকিস্তানের বোলিংও বৈচিত্র্যপূর্ণএএফপি, ওয়েবসাইট

 

নিউজরুম

 

শেয়ার করুন