গাজীপুর (৩১জানুয়ারী) : গাজীপুর শহরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ক্যাম্পাসে অবস্থিত বিএআরআই উচ্চ বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্কে তাড়াহুড়া করে বের হওয়ার সময় কয়েকজন সামান্য আহত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্কুলের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য আলতাফ হোসেন জানান, হঠাৎ করেই জানালার পাশে আগুন দেখে স্কুলে হৈ চৈ পড়ে যায়। এতে তাড়াহুড়ো করে শিক্ষার্থীরা বাইরে বেরিয়ে আসে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই আগুন নিভে যায়।
বিএআরআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলেনতাজ হোসেন জানান, জানালার বাইরে কাগজের স্তুপ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দেড় হাজার শিক্ষার্থীর ক্লাস চলাকালীন সময়ে কাগজের স্তুপে কে আগুন দিলো,তা খতিয়ে দেখা হচ্ছে।
নিউজরুম