রংপুর (৩১জানুয়ারী) : রংপুর মহানগরীর মাহিবাগ বালাটারী এলাকায় মাটির নিচে চাপা পড়ে তিন কিশোরের মৃত্যু হয়েছে।নিহতরা হলো- বালাটারী এলাকার ভ্যানচালক আজাদ মিয়ার ছেলে লিমন (১৭), সিরাজ মিয়ার ছেলে শাকিল (১৬) ও সুন্দর আলীর ছেলে বাপ্পী (১৫)।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শামিম জানান, এই এলাকার বাঁশ ঝাড়ের পাশে মাটির সুরঙ্গ করে সেখানে বসে জুয়া খেলতো ও নেশা করতো এই তিন কিশোরসহ স্থানীয় কয়েকজন।
এদের মধ্যে শাকিল সকালে বাড়ি থেকে বের হয়ে দীর্ঘ সময় পরও না ফেরায় তার মা তাকে খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে তিনি সুরঙ্গের পাশে শাকিলের স্যান্ডেল দেখতে পান। এসময় সুরঙ্গের উপরে থাকা খড় সরিয়ে ভেতরে ভেঙে পড়া মাটির স্তুপ দেখে চিৎকার করেন তিনি। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে মাটি সরিয়ে সুরঙ্গের ভেতর থেকে লিমন ও বাপ্পীকে মৃত অবস্থায় এবং শাকিলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।
পরে খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আহত শাকিলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে সেও মারা যায়।
এদিকে, ফায়ার সার্ভিসের সদস্যরা ওই সুরঙ্গ থেকে সিগারেট ও নেশা জাতীয় সিরাপ এবং কাথা উদ্ধার করেছে।
নিউজরুম