বদলি হয়ে নিজ জেলায় ফেরা হলো না জহুরুলের

0
250
Print Friendly, PDF & Email

যশোর (৩১জানুয়ারী) : চাকরি জীবনের শেষ সময়ে চলে এসেছিলেন পুলিশ কনস্টেবল জহুরুল হক(৫৫)। দু’মাস পরেই তার এলপিআর’এ যাওয়ার কথা ছিল। আর এ মাসের বেতন (জানুয়ারির) নিয়েই বদলি হয়ে যাওয়ার কথা ছিল নিজ জেলা নড়াইলে।

কিন্তু এ পারের সব হিসাব-নিকাশ প্রস্তুতি এপারেই থাকলো; আর না ফেরার দেশে পাড়ি জমালেন কনস্টেবল জহুরুল।

বৃহস্পতিবার সকালে যশোরের মণিরামপুরে জামায়াত-শিবির আর পুলিশের সংঘর্ষে মৃত্যু হয় তার। জহুরুল হক নড়াইলের লোহাগড়া উপজেলার কামালপ্রতাপ গ্রামের বাসিন্দা। তার সর্বশেষ কর্মস্থল ছিল যশোরের মণিরামপুর থানা।

মণিরামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমলাক জানান, পুলিশ কনস্টেবল জহুরুল হক চাকরি জীবনের শেষ পর্যায়ে চলে এসেছিলেন। দু’মাস পরেই তার এলপিআর’এ যাওয়ার কথা ছিল। আর এ জন্য তার নিজ জেলা নড়াইলে বদলির অর্ডারও পেয়েছিলেন। চলতি জানুয়ারি মাসের বেতন যেহেতু এ জেলা থেকেই হবে, এ কারণে বেতন তুলেই নিজ জেলায় চলে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু তার আগেই তিনি চলে গেলেন; তবে নিজ জেলায় নয়, না ফেরার দেশে।

নিউজরুম

শেয়ার করুন