বগুড়া (৩১জানুয়ারী) : বগুড়ায় ছাত্রলীগের হামলায় জামায়াত ও শিবিরের দুই নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে দুপুর পৌনে একটার দিকে বগুড়া সদর উপজেলার সাতগ্রামে জামায়াত কর্মী মিজান (৩২) ও ফুলবাড়িতে আজিজুল হক কলেজ পুরাতন ভবন শাখা শিবির সভাপতি লোহানীর (২০) মৃত্যুর ঘটনা ঘটে।
উভয় স্থানে জামায়াত ও শিবির কর্মীদের ওপর ছাত্রলীগ হামলা চালালে এ মৃত্যুর ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এতে আরো অন্তত ৭ জন আহত হয়েছে বলেও দাবি করেছে শিবির-জামায়াত।
আহতদের মধ্যে কাদের (২০) ও সাব্বির (২০) এর পরিচয় নিশ্চিত হওয়া গেছে।আহতদের বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।
শহর শিবিরের প্রচার ও আন্দোলন সম্পাদক মিজানুর রহমান বলেন, “ছাত্রলীগ এ ঘটনা ঘটিয়েছে।” তবে এ অভিযোগ উড়িয়ে দিয়েছে ছাত্রলীগ।বগুড়া সদর থানার ওসি সৈয়দ শহীদ হোসেন বলেন, “দৃষ্কৃতকারীদের হামলায় দু’জন মারা গেছেন।”
এদিকে এ ঘটনায় উত্তাল হয়ে উঠেছে বগুড়া। শহর জুড়ে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে শিবিরের।
নিউজরুম