নিজেকে আর রাজনীতিতে ফিরিয়ে নিতে চাই না- হিলারি

0
684
Print Friendly, PDF & Email

আর্ন্তজাতিক ডেস্ক(৩১ জানুয়ারী): যুক্তরাষ্ট্রের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, তিনি আররাজনীতিতে ফিরতে চান নাগত মঙ্গলবার এক সাক্ষাত্কারে তিনি এ কথা জানান
তবে এর আগে আরেকটি সাক্ষাত্কারে হিলারি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর অংশ নেওয়ার সম্ভাবনার বিষয়টি সরাসরি নাকচ করে দেননি
২০০৮সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ারলড়াইয়ে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে হেরে যান হিলারিএরপরওবামা সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পানকাল শুক্রবার সেইদায়িত্বের মেয়াদ শেষ হচ্ছে
হিলারি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিকরেডিওকে (এনপিআর) দেওয়া সাক্ষাত্কারে বলেন, ‘আমি যে দায়িত্বে আছি, এখন তাছাড়ার বিষয় নিয়েই ভাবছিপররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পররাজনীতি থেকে সরে গেছিনিজেকে আর রাজনীতিতে ফিরিয়ে নিতে চাই নাআগামীপ্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নিজেকেই এখনোসেই প্রশ্ন করিনিআগে নিজেকে প্রশ্ন করে সিদ্ধান্ত নিতে হবে
এর আগেএনবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে ৬৫ বছর বয়সী হিলারি বলেন, আরেকটিনির্বাচনী প্রচারণা চালানোর মতো সক্ষমতা তাঁর রয়েছেতিনি বলেন, ‘আমিশারীরিক ও মানসিকভাবে এত ভালো আছি যে যা করতে মন চাইব, তা-ই করতে পারব
হিলারিজানান, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন শেষে তিনি জনসেবামূলক নানাকর্মকাণ্ড, বিশেষ করে নারী ও শিশুবিষয়ক নানা বিষয় নিয়ে কাজ করবেনরয়টার্স

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন