বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক নির্বাচিত হবেন আজ

0
157
Print Friendly, PDF & Email

ব্যবসা ও অর্থনীতি ডেস্ক(৩১ জানুয়ারী): বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) পরবর্তী মহাপরিচালক (ডিজি) নির্বাচিত হবেন আজ বৃহস্পতিবার
ডব্লিউটিওর ডিজি পদের জন্য এবার ঘানা, ইন্দোনেশিয়া, কোস্টারিকা, নিউজিল্যান্ড, কেনিয়া, জর্ডান, মেক্সিকো, কোরিয়া ও ব্রাজিল এই নয়টি দেশ প্রার্থী দিয়েছে
সংস্থাটির চলমান সাধারণ পর্ষদের তিন দিনব্যাপী সম্মেলনে প্রার্থীরা বক্তব্য দিতে শুরু করেছেনতাঁরা প্রতিদিনই আলাদাভাবে সদস্যদের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরার পাশাপাশি বিভিন্ন প্রশ্নেরও উত্তর দিচ্ছেন
এর মধ্যে সম্মেলনের প্রথম দিনে গত মঙ্গলবার বক্তব্য দিয়েছেন ঘানার অ্যালান জন কাওয়াডাও, কোস্টারিকার আনাবেল গঞ্জালেস ও ইন্দোনেশিয়ার মারি এল্কা পাঙ্গেস্তুতাঁরা প্রত্যেকে সংবাদ সম্মেলনেও বক্তব্য দেন সময়ে তাঁদের ভিশন বা রূপকল্পসহ ডব্লিউটিওতে কীভাবে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর স্বার্থের ভারসাম্য রক্ষা করবেন ও নারী হিসেবে এই সংস্থায় কী পরিবর্তন আনবেন এবং সদস্যদের কাছ থেকে কেমন সাড়া পেয়েছেন এসব জানতে চাওয়া হয়
ইন্দোনেশিয়ার সাবেক বাণিজ্য এবং বর্তমানে পর্যটন ও সৃজনশীল অর্থনীতিবিষয়ক মন্ত্রী মারি এল্কা পাঙ্গেস্তু বলেন, সম্ভবত এটি হতে যাচ্ছে আন্তর্জাতিক সংস্থাসমূহের মধ্যে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনসদস্যরা প্রার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতেই ডব্লিউটিওর পরবর্তী ডিজি নির্বাচিত করবেন
ডব্লিউটিওর সাধারণ পর্ষদের সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল বুধবার নিউজিল্যান্ড, কেনিয়া, জর্ডান ও মেক্সিকোর প্রার্থীদের বক্তব্য উপস্থাপন করার কথাআর শেষ দিনে আজ বৃহস্পতিবার কোরিয়া ও ব্রাজিলের প্রার্থী তাঁদের বক্তব্য তুলে ধরেন
এদিকে ডব্লিউটিওর সচিবালয় থেকে নিশ্চিত করা হয়েছে যে ৩১ জানুয়ারির (আজ) মধ্যেই অর্থা সম্মেলনের শেষ দিনেই সাধারণ পর্ষদের সদস্যরা পরবর্তী ডিজি নির্বাচিত করবে
ডব্লিউটিওর বর্তমান মহাপরিচালক প্যাসকাল লামির মেয়াদ শেষ হবে আগামী ৩১ আগস্টসূত্র: বাসস/সিনহুয়া

 

নিউজরুম

 

 

 

শেয়ার করুন