বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(৩১ জানুয়ারী): অতিরিক্ত তথ্য ধারণ ক্ষমতাসম্পন্ন নতুন সংস্করণের একটি আইপ্যাড বাজারে আনছেঅ্যাপল। নতুন সংস্করণের আইপ্যাডে ১২৮ গিগাবাইট তথ্য রাখা যাবে, যাবর্তমানে বাজারে থাকা আইপ্যাডের চেয়ে দ্বিগুণ। অ্যাপলের কর্তৃপক্ষ নতুনসংস্করণটির তথ্য জানিয়েছে। খবর প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট-এর।
অ্যাপলেরবিপণন বিভাগের প্রধান ফিলিপ শিলার এক বিবৃতিতে জানিয়েছেন, দ্বিগুণ তথ্যধারণক্ষমতা ও তিন লাখেরও বেশি অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা যুক্ত নতুনআইপ্যাড সব শ্রেণীর ব্যবহারকারীর জন্য প্রযোজ্য হবে।
অ্যাপলের ভাষ্য, আইপ্যাডের নতুন সংস্করণ ৫ ফেব্রুয়ারি বাজারে আসবে। দাম হবে ৭৯৯ ডলার।
নিউজরুম