মল্লিকবাড়িতে এখন শুধু বিয়ের আনন্দ

0
173
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(৩১ জানুয়ারী): আর মাত্র এক দিনসব প্রস্তুতি শেষকলকাতার টালিগঞ্জের গলফ ক্লাব রোডের মল্লিকবাড়িতে এখন শুধু বিয়ের আনন্দকাল শুক্রবার এ বাড়ির মেয়ে ভারতের বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের বিয়ে
কোয়েলের বর নেসপাল সিং রানেপাঞ্জাবের ছেলেভারতের বাংলা ছবি প্রযোজনা করছেনপারিবারিকভাবে কলকাতায় আছেন অনেক বছর ধরে
এরই মধ্যে শুরু হয়ে গেছে বিয়ের আনুষ্ঠানিকতাকোয়েলের বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক আগেই জানিয়েছেন, বাঙালি ও পাঞ্জাবিদুভাবেই হবে কোয়েলের বিয়েবিয়ের অনুষ্ঠান হবে পাঁচ দিনথাকছে আশীর্বাদ, সংগীত, গায়েহলুদ, বিয়ে, বউভাতসবই
বিয়ের আগে অনেক ব্যস্ততাএরই ফাঁকে ১৭ জানুয়ারি সকাল ১০টায় কিছুক্ষণের জন্য পাওয়া গেল কোয়েলকেশুরুতেই তিনি জানান, তাঁর হাতে একদম সময় নেইএখনো অনেককে দাওয়াত দেওয়া হয়নিকিছু জায়গায় তিনি নিজেই যাচ্ছেনকিছু কেনাকাটাও বাকি রয়ে গেছে
বাবার অনুরোধ আর ফেলতে পারিনিআপনি বাংলাদেশ থেকে এসেছেনতাই সকালে বাইরে বের হওয়ার আগেই সময়টা বের করেছি,’ বলেন কোয়েল
আড্ডার ঢঙেই শুরু হলো কথোপকথন
বিয়ের আর মাত্র ১৫ দিন বাকিঅনুভূতি কেমন?
আমি দারুণ এক্সাইটেড!
পর্দায় তো অনেক বিয়ে করেছেন…
সেই বিয়ে আর এই বিয়ে এক নয়ওখানে থাকেন পরিচালক আর তাঁর সঙ্গে থাকে স্ক্রিপ্টএখানে তো ওসব কিছু নেই
রানের সঙ্গে আপনার পরিচয় কত দিনের?
আমাদের আলাপ হয়েছে বছর দশেক হবেতবে প্রেম করছি আট বছর হলো
বিয়ের সিদ্ধান্ত কবে নিয়েছেন?
সাত-আট মাস আগেহঠা মনে হলো, এবার বিয়ে করবরানের সঙ্গে আলোচনার পর মা-বাবাকে বললামতাঁরাও রাজি হয়ে গেলেন
রানের সঙ্গে কথা হয়?
প্রতিদিনই মুঠোফোনে অসংখ্যবার কথা হচ্ছেদেখাও হচ্ছে
আপনি বাঙালি মেয়ে আর বর পাঞ্জাবের ছেলে
আমি কিন্তু প্রদেশকে গুরুত্ব দিইনিদেখেছি মানুষটাকেরানে চমকার ছেলে
আপনি গত বছর এক সাক্ষাকারে বলেছিলেন, বিয়ের পর আর অভিনয় করবেন না
আমি চলচ্চিত্রে কাজ করছি ১০ বছর হলোচলচ্চিত্র থেকে আমি অনেক কিছু পেয়েছিআর পরিকল্পনা করে কোনো কাজ করতে পারি নাএকটা কথা জানি, আমি খুব সংসারী হবআমি আমার জীবনের সব কটি অধ্যায় উপভোগ করতে চাইএখন যেমন এই কাজে জীবনটা উপভোগ করছিএরপর রানের স্ত্রী, সন্তানের মা আর ভবিষ্যতে ঠাকুরমা হয়ে জীবনের শেষ পর্যন্ত উপভোগ করতে চাইতাই ওই সিদ্ধান্তটা নিয়েছিলাম
আপনার বাবার কাছ থেকে জেনেছি, সিদ্ধান্তটা নাকি পাল্টেছেন?
হ্যাঁ, তবে খুব বেশি কাজ করব নাএমনিতেও আমি একসঙ্গে একাধিক কাজ করিনিরানেও চাইছে আমি যেন অভিনয় করি
বিয়ের পর নিজের সংসার কীভাবে সাজানোর পরিকল্পনা করেছেন?
বিয়ের পর বাবার বাড়ি থেকে চলে যাব আলিপুরে, আমার শ্বশুরবাড়িতেওই বাড়িটিই হবে আমার নতুন ঠিকানা
আপনার অভিনীত ছবিগুলো বাবা দেখেন?
যে কয়টা দেখেছেন, তা বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন, আর বাড়ি ফিরে আমার অভিনয় নিয়ে কড়া সমালোচনা করেছেন
আপনার বাবা রঞ্জি মল্লিক তো একসময়ের জনপ্রিয় অভিনেতা
তাই তো কাজ করতে গিয়ে যা ইচ্ছা হয়, তা-ই করতে পারি নাবাবার জনপ্রিয়তা আর সুনামের দিকটি সামনে চলে আসেমেয়ে হয়ে তা ধরে রাখা তো আমার দায়িত্ব
পর্দায় জি ও দেবের সঙ্গে আপনার রসায়ন চমকারবাস্তবে কার সঙ্গে আপনার বেশি বন্ধুত্ব?
দেব বন্ধু হিসেবে খুব ভালোমজা, আড্ডা আর হইচই করে পুরোটা সময় জমিয়ে রাখেজিতের সঙ্গে আমার বন্ধুত্বটা অনেক দিনের
বিয়ের পর মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন?
ইউরোপের একটা দেশে যাব
অভিনেত্রী না হলে কী হতেন?
মনস্তত্ত্ববিদ
নিজের অবসর সময়টা কীভাবে কাটান?
আমি ছবি আঁকতে ভালোবাসিআমার মা কিন্তু চমকার আঁকেনতাঁকে দেখেই শিখেছি
কোয়েল কথা বলছেন আর কার্ড ভাঁজ করছেনবলেন, ‘আরেকটি কথা, সবাই যেন আমাদের আশীর্বাদ করেনধন্যবাদ

 

নিউজরুম

 

শেয়ার করুন