পোশাকশিল্পীদের গানের প্রতিযোগিতা ‘গর্ব’

0
144
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(৩১ জানুয়ারী): শুরু হয়েছে পোশাকশিল্পীদের গানের প্রতিযোগিতা গর্বপ্রতিযোগিতায় বিচারক হিসেবে আছেন সাবিনা ইয়াসমীন, তপন চৌধুরী ও কনকচাঁপাগত মঙ্গলবার এফডিসির ৯ নম্বর ফ্লোরে শুরু হলো এ প্রতিযোগিতা নিয়ে টিভি অনুষ্ঠানের ধারণকাজউপস্থাপনা করছেন আব্দুন নূর তুষারতাঁকে সহযোগিতা করছেন চৈতি ও রমিজ রাজু
মঙ্গলবার বিকেলে শুরুতেই প্রতিযোগীদের গান শুনে মুগ্ধ হন বিচারকেরাতাঁদের মতে, প্রত্যেকেই খুব ভালো গান গাইছেন
প্রতিযোগিতাটি আয়োজন করেছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএআর তা আয়োজনে সার্বিক সহযোগিতা করছে মাত্রামাত্রার ব্যবস্থাপনা অংশীদার আফজাল হোসেন বলেন, পুরো প্রতিযোগিতার ধারণকাজ শেষ হবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেআর তা চ্যানেল আইয়ে প্রচার শুরু হবে ৩ ফেব্রুয়ারি থেকেমোট ১৬টি পর্ব প্রচারিত হবে
তিনি জানান, প্রতিযোগিতায় যিনি প্রথম হবেন, তাঁকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ১০ লাখ টাকা

 

নিউজরুম

 

শেয়ার করুন