‘তুমি আগে একজন ভারতীয়, তারপর তোমার ধর্ম হলো মানবতা’- শাহরুখ

0
217
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(৩১ জানুয়ারী): ভারত-পাকিস্তান সম্পর্ক এমনিতেই উত্তপ্তসেই উত্তপ্ত আগুনে ঘি ঢাললেন পাকিস্তানের মন্ত্রী রেহমান মালিকসম্প্রতি একটি ইংরেজি দৈনিকে কলাম লিখেছিলেন শাহরুখ খানবিষয় ছিল নাইন-ইলেভেনের পরে কয়েকটি দেশে প্রবেশের সময় তাঁর ঝক্কি পোহানোলিখেছিলেন, মুসলিম হওয়ার কারণেই হয়তো এমন ভোগান্তি পোহাতে হয়েছে তাঁকেতবে তাঁর বক্তব্যে রেহমান মালিক রং চড়িয়ে ভারত সরকারের উদ্দেশে বলেছিলেন, ‘শাহরুখের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না আপনারা
কেবল তা-ই নয়, শাহরুখকে তাঁরা পাকিস্তানের নাগরিকত্ব নেওয়ার আমন্ত্রণও জানিয়েছিলেন
নিয়ে গত কয়েক দিন ভারতীয় সংবাদমাধ্যমে হয়েছে ভীষণ তোলপাড়হওয়াটাই স্বাভাবিককারণ, শাহরুখ তাঁর লেখায় ভারতে অবস্থানকালে নিজের নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র সংশয় প্রকাশ করেননিতবে এটা নিয়ে মুখও খোলেননি প্রথম দিকেঅবশেষে গতকাল বুধবার সংবাদমাধ্যমের কাছে শাহরুখ খান বলেন, ‘আমি এই ষড়যন্ত্রের কোনো ভিত্তিই খুঁজে পাচ্ছি নাপুরোপুরি নির্বোধের মতো আচরণ এটা
সঙ্গে এটাও বলেন, ‘ধর্মকে যারা হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তাদের দ্বারা বিভ্রান্ত হওয়া যাবে না আমাদেরআমি আমার সন্তানদের সব সময় বলিতুমি আগে একজন ভারতীয়, তারপর তোমার ধর্ম হলো মানবতা
শাহরুখের এই বক্তব্য নিশ্চয়ই স্বস্তি এনে দিয়েছে ভারত সরকারকেআর পাকিস্তানের মন্ত্রীদের অতিভক্তির পরিপ্রেক্ষিতেও তা জুতসই জবাব বলে মনে করছে ভারতের সংবাদমাধ্যমগুলোজি নিউজ ও পিটিআই অবলম্বনে

 

নিউজরুম

 

শেয়ার করুন