সিরাজগঞ্জ (৩১জানুয়ারী) : অবৈধ ট্রাইবুনাল বাতিল ও কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে জামায়াত-শিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে পিকেটিং করার সময় ৩ পিকেটারকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের তেলকুপিতে পিকেটাররা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকেটারদের ধাওয়া করে। এ সময় আব্দুল আজিজ নামে এক জামায়াত সমর্থককে আটক করে পুলিশ।
এদিকে, সদর উপজেলার খোকশাবাড়িতে কাজিপুর সড়কে পিকেটাররা পুলিশের একটি পিকআপে ঢিল ছুড়লে পুলিশ ঘটনাস্থল থেকে আলম নামে এক সমর্থককে আটক করে।
এছাড়া, শহরের কালিবাড়ি থেকে মুন্না নামে অপর এক জামায়াত সমর্থককে আটক করে পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, পরিস্থিতি শান্ত রয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মহাসড়কে তেমন যানবাহন চলছে না। তবে, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
নিউজরুম