সংসদ নির্বাচনের জন্য ৩২ প্রার্থীর নাম ঘোষনা করেছেন,এরশাদ

0
436
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এই মনোনয়ন দিয়েছেন বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মনোনীতদের মধ্যে রয়েছেনদলের সভাপতিম লীর সদস্য রওশন এরশাদ (ময়মনসিংহ), কাজী জাফর আহমদ (কুমিল্লা১১), আনিসুল ইসলাম মাহমুদ (চট্টগ্রাম), জিয়াউদ্দিন আহমেদ বাবলু (চট্টগ্রাম), মহাসচিব বি এম রুহুল আমিন হাওলাদার (পটুয়াখালী) এদের মধ্যে রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ রুহুল আমিন হাওলাদার বর্তমানে সংসদ সদস্য। তবে রুহুল আমিন যে আসনে গতবার নির্বাচন করেছেন সেই আসনে তাকে মনোনয়ন দেয়া হয়নি। বরিশালের (বাকেরগঞ্জ) ওই আসনে এবার মনোনয়ন দেয়া হয়েছে রুহুল আমিনের স্ত্রী রত্না আমিন হাওলাদারকে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা ইসলামকে ঢাকা আসনে মনোনয়ন দিয়েছেন এরশাদ। এরশাদের স্ত্রী রওশন এরশাদ গতবার রংপুর থেকে নির্বাচিত হলেও এবার তিনি মনোনয়ন পেয়েছেন তার পৈত্রিক এলাকা ময়মনসিংহে, যেখানে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের নেতা। কাজী জাফরকে কুমিল্লার যে আসনে মনোনয়ন দেয়া হয়েছে, ওই আসনে বর্তমান সংসদ সদস্য রেলমন্ত্রী মুজিবুল হক। গতবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে থেকে নির্বাচন করে জাতীয় পার্টি। তবে এবার আলাদাভাবে নির্বাচনের ঘোষণা রয়েছে এরশাদের। মহাজোট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা এরশাদ এখনো না দিলেও প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছেন।২৯জানুয়ারীআনুষ্ঠানিকভাবে ৩২ প্রার্থীর নাম জানানো হয়।

 

 মনোনীত অন্যদের মধ্যে রয়েছেনঅধ্যাপক দেলোয়ার হোসেন খান (ঢাকা), কাজী মাহমুদ হাসান (নরসিংদী/গাজীপুর), আহসান হাবিব লিংকন (কুষ্টিয়া), আতিকুর রহমান (হবিগঞ্জ), সোলায়মান আলম শেঠ (চট্টগ্রাম), মুজিবুল হক চুন্নু (কিশোরগঞ্জ), এস এম আব্দুল মান্নান (মানিকগঞ্জ), সুনীল শুভরায় (খুলনা), মোস্তফা জামান বেবী (নরসিংদী), সৈয়দ দিদার বখত (সাতক্ষীরা), নবাব আলী আব্বাস (মৌলভীবাজার) মনোনীত অন্যরা হলেনজিয়াউল হক মৃধা (ব্রাহ্মণবাড়িয়া), শহিদুল ইসলাম (চাঁদপুর), খন্দকার আব্দুস সালাম (গাজীপুর), রেজাউল ইসলাম ভূঁইয়া (ব্রাহ্মণবাড়িয়া), মো. সেলিম উদ্দিন (সিলেট), হাসান সিরাজ সুজা (মাগুরা), আলাউদ্দিন (ফেনী), শফিকুল ইসলাম মধু (খুলনা), শরিফুল ইসলাম সরু চৌধুরী (যশোর), আশরাফ সিদ্দিকী (টাঙ্গাইল), সাবি্বর আহমেদ (সিলেট), সোমনাথ দে (বাগেরহাট), শংকর পাল (হবিগঞ্জ) শাহাব উদ্দিন বাচ্চু(রাজশাহী)

 

এই ৩২ জন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে প্রচারপ্রচারণা চালাতে পারবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। এক মাস পর সাংগঠনিক প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জাতীয় পার্টি জানিয়েছে।

 

 

 

শেয়ার করুন