ঢাকা (৩০জানুয়ারী) : জামায়াত-শিবিরের ডাকা হরতালের আগের দিন সন্ধ্যায় রাজধানীর মগবাজারে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। মগবাজারের উত্তরা ব্যাংকের সামনে রেলগেটের কাছে মতিঝিল থেকে আসা ৬ নম্বর বাসে আগুন দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকেও আগুন জ্বলছিল। পরে পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পর পর দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাস থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুন দেওয়ার ঘটনায় সেখানে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে।
রমনা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোশাররফ হোসেন বাসে আগুন দেওয়ার কথা নিশ্চিত করেন।
নিউজরুম