ঢাকা (৩০জানুয়ারী) : বিভিন্ন দাবিতে রাজধানীর পান্থপথে লাঠসোটা নিয়ে ঝটিকা মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে বের হওয়া মিছিলটি পান্থপথ থেকে কারওয়ান বাজারের দিকে যাওয়ার পথে পুলিশ ও ছাত্রলীগের কর্মীরা এতে ধাওয়া দেয়। বাধার মুখে পড়ে দিগ্বিদিক পালিয়ে যায় মিছিলকারীরা।
এসময় মিছিল থেকে যুদ্ধাপরাধীর বিচার বন্ধ ও বৃহস্পতিবারের হরতালের সমর্থনে স্লোগান দেয় শিবিরি।এর আগে শিবিরকর্মীরা রাজধানীর কমলাপুর এলাকায় এক পুলিশ কর্মকর্তার গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা প্রতিরোধ করে।
এসময় জনতার বাধার মুখে পালিয়ে যায় তারা।
নিউজরুম