নাটোর (৩০জানুয়ারী) : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মুক্তির দাবিতে নাটোর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপি।
বুধবার দুপরে জেলা বিএনপির উদ্যোগে একটি মিছিল জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে কার্যালয়ের সামনে সমাবেশে করে।
এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী গোলাম মোর্শেদ ও সাধারণ সম্পাদক আমিনুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। তারা জেল হাজতে দুলুকে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন। তারা বলেন, অবিলম্বে মির্জা ফখরুল ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ আটকসব নেতাকর্মীর মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
পরে নাটোরের জেলা প্রশাসক জাফর উল্লাহর কাছে নেতারা তাদের দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।
নিউজরুম