বিনোদন ডেস্ক(৩০ জানুয়ারী): বলিউডের অভিনেতা সালমান খানের বিয়িং হিউম্যান প্রোডাকশনসের ব্যানারে ২০১১সালে মুক্তি পেয়েছিল শিশুতোষ চলচ্চিত্র ‘চিলার পার্টি’। নিতেশ তিওয়ারি ওবিকাশ বেহেল পরিচালিত ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিল। বিয়িংহিউম্যানের ব্যানারে আর কোনো ছবি নির্মিত না হলেও শিশুতোষ একাধিক ছবি তৈরিরপ্রক্রিয়া শুরু হয়েছে বলে সম্প্রতি নিশ্চিত করেছেন সালমান।
এপ্রসঙ্গে সালমানের উদ্ধৃতি দিয়ে ‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, এমুহূর্তে দু-তিনটি ছবির চিত্রনাট্য নিয়ে তাঁরা কাজ করছেন। ‘চিলার পার্টি’রধাঁচেই বিয়িং হিউম্যান প্রোডাকশনসের পরবর্তী সব ছবি নির্মিত হবে।হাস্যরসাত্মকনির্ভর সেই সব ছবিতে শিশুসহ সবার জন্য থাকবে গুরুত্বপূর্ণবার্তা।
‘দাবাং’, ‘রেডি’, ‘বডিগার্ড’ কিংবা ‘এক থা টাইগার’-এর মতো বিশালবাজেটের ছবিতে অভিনয় করলেও বিয়িং হিউম্যানের ব্যানার থেকে কম বাজেটেরছবি বানানোর সিদ্ধান্ত নিয়েছেন সালমান। এর পেছনের কারণ সম্পর্কে তিনিজানিয়েছেন, এসব ছবি তৈরিতে বিয়িং হিউম্যান ফাউন্ডেশনের অর্থ ব্যবহূত হবেনা। নিজেদের পকেট থেকেই তা দিতে হবে। কম বাজেটে ভালো ছবি তৈরির মাধ্যমে যেলাভ হবে তার পুরোটাই বিয়িং হিউম্যান ফাউন্ডেশনের উন্নয়নে ব্যয় করা হবে।
সালমানআরও জানিয়েছেন, শিশুদের জন্য ছবি তৈরিই হবে বিয়িং হিউম্যানের মূললক্ষ্য। তিনি মনে করছেন, দিনকে দিন শিশুতোষ চলচ্চিত্রের বাজার চাহিদা বেড়েচলেছে। ‘চিলার পার্টি’র সিক্যুয়েল তৈরি করা হবে কি না—এমন প্রশ্ন শুনেনেতিবাচক জবাবই দিয়েছেন সালমান।
নিউজরুম