সাভারে জামায়াতের বিক্ষোভ: আটক ৭

0
301
Print Friendly, PDF & Email

সাভার(৩০জানুয়ারী) : জামায়াতের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সারাদেশের মতো সাভার ও আশুলিয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বুধবার সকাল থেকেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে।

যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ, ট্রাইব্যুনাল ভেঙে দেওয়া এবং আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে জামায়াত বুধবার জামায়াত সারাদেশে এ বিক্ষোভের ডাক দেয়।

এরই অংশ হিসেবে বুধবার ভোরে আশুলিয়ার নয়ারহাট এলাকায় জামায়াত শিবিরের কর্মীরা দু’টি গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়।

এ ঘটনায় পুলিশ দুই জামায়াতকর্মীকে আটক করেছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম।

অন্যদিকে, হামলার আশঙ্কায় বুধবার সকালে সাভারের ডগরমোড়া, সবুজবাগ ও রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে ৫ জামায়াতকর্মীকে আটক করে সাভার থানা পুলিশ।

বিষয়টি সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ রোমন নিশ্চিত করেছেন।তবে তদন্তের স্বার্থে তাদের নাম জানাতে অস্বীকৃতি জানান তিনি।

নিউজরুম

শেয়ার করুন