ব্যবসা ও অর্থনীতি ডেস্ক(৩০ জানুয়ারী): দিনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও এখন নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। আজ বুধবার বেলা একটায় লেনদেনের আড়াই ঘণ্টা শেষে ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচকও কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা একটায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট কমে ৪১৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। এক পর্যায়ে সূচক গতকালের চেয়ে ৩২ পয়েন্ট বেড়ে যায়। এরপর থেকে নিম্নমুখী হয় সূচক, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে মোট ২৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫২টিরই দাম কমেছে, বেড়েছে ৬৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আপাতত ডিএসইতে ১৭৮ কোটি টাকার লেনদেন হয়েছিল।
এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, জেনারেশন নেক্সট ফ্যাশন, বেক্সিমকো, এনবিএল, আরএন স্পিনিং, বিএসসিসিএল, গ্রামীণ ফোন, ডেল্টা স্পিনিং ও সায়হাম কটন।