ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষার তারিখ ঘোষণা

0
409
Print Friendly, PDF & Email

শিক্ষা ডেস্ক(৩০ জানুয়ারী): কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তিপরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছেবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এ ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবেএ বছর পাঁচটি অনুষদের আটটি ইউনিটের অধীনে এক হাজার ৪৬৫ আসনের বিপরীতে সর্বমোট ৮৮ হাজার ৩২০টি ফরম পড়েছেএ বছর আসনপ্রতি প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৬০ জন ভর্তিপরীক্ষার্থী

 

গত সোমবার বেলা ১১টায় ভাইস চ্যান্সেলরের সভাকক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়সিদ্ধান্ত অনুযায়ী ২৩ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন চার শিফটে ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে

 

সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রথম শিফট, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দ্বিতীয় শিফট, বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত তৃতীয় শিফট এবং বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত চতুর্থ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে

 

 

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন