“ভর্তির নীতিমালা-২০১২” রুল জারি করেছেন হাইকোর্ট

0
857
Print Friendly, PDF & Email

শিক্ষা ডেস্ক(৩০ জানুয়ারী): বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নীতিমালা বাস্তবায়নে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট
গতকাল মঙ্গলবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে করা একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে এই রুল জারি করেনশিক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সিলেট জেলা শিক্ষা কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছেগত ১৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির জন্য বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তির নীতিমালা-২০১২জারি করেঅভিযোগ আছে, দেশের অনেক বিদ্যালয়ে এবারও এই নীতিমালা মানা হচ্ছে নাঅনেক বিদ্যালয়ে ভর্তির জন্য নির্ধারিত ফির চেয়ে অনেক বেশি টাকা আদায় করা হয়েছে
এর পরিপ্রেক্ষিতে ভর্তি নীতিমালা বাস্তবায়নের নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও মো. আশরাফুল আলম গত রোববার আদালতে রিট আবেদন করেন

 

নিউজরুম

 

শেয়ার করুন