অভিবাসন সংস্কার পরিকল্পনা প্রকাশ করা হয়েছে

0
415
Print Friendly, PDF & Email

আর্ন্তজাতিক ডেস্ক(৩০ জানুয়ারী): অভিবাসনব্যবস্থায় সংস্কার প্রশ্নে সতর্কতার সঙ্গে পা বাড়াচ্ছেন মার্কিনপ্রেসিডেন্ট বারাক ওবামাসংস্কার প্রস্তাবে সমর্থন দেওয়ার মাধ্যমেরিপাবলিকানদের রাজনৈতিক সুবিধা আদায়ের সুযোগ দিতে চান না তিনি
যুক্তরাষ্ট্রেরএক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীকে বৈধ হওয়ার পথ খুলে দিতে গত সোমবার অভিবাসনসংস্কার পরিকল্পনা প্রকাশ করা হয়েছেরিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টিরআটজন প্রভাবশালী সিনেটরের গঠিত কমিটি ওই পরিকল্পনায় সমর্থন দিয়েছে
যুক্তরাষ্ট্রেরহিসপানিক ভোটারদের ক্রমবর্ধমান ক্ষমতার বিষয়টি মাথায় রেখে দ্বিতীয় মেয়াদেশপথ নেওয়ার এক সপ্তাহের মাথায় ওবামা আবার নেভাডা অঙ্গরাজ্য সফরে যাচ্ছেনঅভিবাসনব্যবস্থায় সংস্কারের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে হিসপানিকেরা
যুক্তরাষ্ট্রেভোটের রাজনীতিতে ক্রমবর্ধমানভাবে শক্তিশালী হয়ে ওঠা হিসপানিকরা অভিবাসনপ্রশ্নে রিপাবলিকান পার্টির অবস্থানে সন্তুষ্ট নয়মূলত আগামী ২০১৬ সালেরপ্রেসিডেন্ট নির্বাচনে হিসপানিক ভোটারদের ভূমিকার বিষয়টি মাথায় রেখেইরিপাবলিকান দলের চারজন প্রভাবশালী সিনেটর অভিবাসন পরিকল্পনায় সই করেছেন বলেমনে করছে ওবামা প্রশাসন
ওবামা প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদেরবিশ্বাস, ওয়াশিংটনের তিক্ত রাজনৈতিক প্রেক্ষাপটে এই অভিবাসন সংস্কারেরবিষয়টি একটি বিরল উদাহরণ হয়ে উঠতে পারেকেননা, উভয় দলই এখানে একে অন্যকেসহযোগিতা করছেঅভিবাসন সংস্কার পরিকল্পনায় সমর্থনের মাধ্যমে রিপাবলিকানরারাজনৈতিক বিজয় অর্জনের চেষ্টা করছেনতবে তাঁদের এমন কোনো সুযোগ দিতেচাইবেন না ডেমোক্র্যাটরালাস ভেগাসে বক্তব্য দেওয়ার সময় ওবামাও এ বিষয়েসতর্ক থাকবেন বলে ধারণা করা হচ্ছে
ওবামার এখন আসল চ্যালেঞ্জ অভিবাসনপরিকল্পনার ব্যাপারে জনসমর্থন আদায়আবার ওবামা তাঁর রিপাবলিকানপ্রতিদ্বন্দ্বীদের এই সংস্কার প্রক্রিয়ায় যুক্ত রাখতে চাইবেন, যাতে অভিবাসনসংস্কারের বিষয়ে রিপাবলিকানরা ওবামার বিরোধিতা করতে না পারেনএএফপি ওরয়টার্স

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন