ব্যবসা ও অর্থনীতি ডেস্ক(৩০ জানুয়ারী): ভারতের কেন্দ্রীয় ব্যাংক নয় মাসের মধ্যে প্রথমবার নীতিনির্ধারণী সুদের হার কমিয়েছে।
রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) গতকাল রেপো, রিভার্স রেপো ও সিআরআর (নগদ জমার অংশ) প্রতিটির হার দশমিক ২৪ শতাংশীয় মাত্রা কমিয়েছে।
এর ফলে সিআরআর নেমে এসেছে ৪ শতাংশে। এতে করে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ব্যাংকগুলোর বাধ্যতামূলকভাবে নগদ অর্থ জমা রাখার পরিমাণ কমবে এবং ১৮ হাজার কোটি রুপি (প্রায় ৩৩০ কোটি ডলার) ব্যাংকব্যবস্থায় চলে আসবে।
পাশাপাশি রেপোর হার ৮ শতাংশ থেকে ৭ দশমিক ৭৫ শতাংশে এবং রিভার্স রেপোর হার ৭ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৭৫ শতাংশে নেমে এসেছে।
রেপোর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক সাধারণত ব্যাংকগুলোকে অর্থ ঋণ দেয়। আর তাই রেপোর হার কমায় ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঋণ গ্রহণের ব্যয় কিছুটা কমবে। অন্যদিকে রিভার্স রেপোর মাধ্যমে আরবিআই ব্যাংকগুলো থেকে ঋণ নেয়, যা আসলে বাড়তি অর্থ বাজার থেকে তুলে নেওয়া হয়।
আরবিআই গভর্নর সুব্বারাও এক বিবৃতিতে বলেন, মূল্যস্ফীতি এখনো উচ্চপর্যায়ে রয়েছে। অন্যদিকে অর্থনৈতিক কর্মকাণ্ড শ্লথ হয়ে পড়েছে। নতুন বিনিয়োগও প্রয়োজন হয়ে পড়েছে।
এসব কিছু বিবেচনা করে নীতিনির্ধারণী হারগুলো এভাবে কমানো হয়েছে বলে জানান তিনি। সূত্র: এএফপি।
নিউজরুম