বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(৩০ জানুয়ারী): আইওএস সফটওয়্যারে আপডেট আনল অ্যাপল। আইওএস ৬.১ আপডেটের ফলে আইফোন ও আইপ্যাডে আরও দ্রুত কাজ করা যাবে।
এপ্রসঙ্গে অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, সফটওয়্যার আপডেটের ফলে বিশ্বের প্রায়৩৬ টি নতুন টেলিকম অপারেটরে ‘এলটিই’ বা চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সুবিধাপাবে আইফোন। এ ছাড়াও ‘সিরি’ নামের কণ্ঠস্বর প্রযুক্তির সফটওয়্যার ব্যবহারকরে যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র দেখার জন্য টিকিট কেনা যাবে।
নিউজরুম