মুঠোফোনের জন্য অর্থায়ন করবে নকিয়া

0
480
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(৩০ জানুয়ারী): মুঠোফোনের জন্য নতুন প্রযুক্তি নির্মাণে কাজ করে এমন প্রতিষ্ঠানকে অর্থায়ন করবে নকিয়াখবর রয়টার্সের
নকিয়াগ্রোথ পার্টনার্স নামের প্রতিষ্ঠানে বিনিয়োগ করার ঘোষণা দিয়েছেফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা নকিয়ামোবাইল হার্ডওয়্যার ও যন্ত্রাংশনির্মাতা বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ উদ্যোক্তা হিসেবে কাজ করে নকিয়াগ্রোথ পার্টনার্স
গত ২৯ জানুয়ারি মঙ্গলবার ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে নকিয়া কর্তৃপক্ষ

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন