বাবার সঙ্গে সম্পর্কই নেই অ্যাডেলের

0
132
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(৩০ জানুয়ারী): বাবা মার্ক ইভানসের সঙ্গে কোনো রকম সম্পর্কই নেই অ্যাডেলের! এমনকি কদিন আগেতাঁর কোলজুড়ে আসা সন্তানকেও আড়াল করে রেখেছেন বাবার কাছ থেকেগত রোববারসংবাদমাধ্যমের কাছে নিজের কষ্টের কথা জানালেন মার্ক ইভানস, ‘তাকে (অ্যাডেলে) আমি ফোনে বার্তা পাঠিয়েছি, চিঠি লিখেছি, জন্মদিন আর নতুন বছরেরকার্ড দিয়েছিকিন্তু তার কাছে আমি মৃত!কিন্তু কেন এমন করছেন অ্যাডেলে? মার্ক নিজেই স্বীকার করেছেন, অ্যাডেলের ছেলেবেলায় আদর্শ বাবা হিসেবেদায়িত্ব পালন করেননি তিনিএ ছাড়া ২০১১ সালে ঘোষণা দিয়েছিলেন, অ্যাডেলের মাঅর্থাত্ তাঁর স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির গল্প বেঁচে দেবেন একটিসংবাদমাধ্যমের কাছেএর পরই ভীষণ কষ্ট পেয়ে বাবার সঙ্গে সম্পর্কের ইতিটানেন অ্যাডেলেতবে এখন নাতি ও মেয়েকে দেখার আকুতি ঝরে পড়ছে মার্কেরকণ্ঠে, ‘আমি তার তারকাখ্যাতি কিংবা টাকার লোভ করি নাআমি কেবল আমার মেয়েকেফিরে পেতে চাইআর চাই ছোট্ট নাতিকে কাছে পেতেআইএএনএস ও নিউইয়র্কডেইলি

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন