বিনোদন ডেস্ক(৩০ জানুয়ারী):মারদাঙ্গা ঘরানার ছবি করতে চাইছেন এশা গুপ্তা। বলিউডের এই অভিনেত্রী এরই মধ্যে অভিনয় করেছেন রাজ থ্রি ও জান্নাত টু ছবিতে।
এশা বলেন, ‘পর্দায় যখন অভিনেত্রীরা মারামারি করেন, তখন সেটা হয় দারুণ আকর্ষণীয়! আর এ ধরনের অভিনয় আমার খুব প্রিয়। বড় হয়েছি এ ধরনের ছবি দেখে দেখে। তাই “অ্যাকশনের” মাধ্যমে নিজেকে উপস্থাপন করতে চাই।’ অ্যাকশন ভালোবাসেন, তবে এশার বেশি পছন্দ খালি হাতে মারামারি। এ কারণেই প্রিয় অভিনেতাদের তালিকায় আছেন অক্ষয় কুমার ও জ্যাকি চ্যান। টিএনএন।
নিউজরুম