আবদুর রাজ্জাক এখানে সফল বোলার

0
762
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(৩০ জানুয়ারী): প্রথম ওভারে ফিরিয়েছিলেন রিকি ওয়েসেলসকেদ্বিতীয় স্পেলে ফিরে আসিফ আহমেদকেআউট করে ভাঙলেন পথের কাঁটা হয়ে থাকা জুটিশেষ ওভারে উইকেট আরেকটিওভারে ২১ রান দিয়ে ৩ উইকেটআবদুর রাজ্জাক এখানে সফল বোলার
২৪ বলেপ্রয়োজন ৪২রাজ্জাক খানিকটা সংশয়ে পড়ে গেলেন, কার হাতে তুলে দেবেন বলরংপুর রাইডার্স অধিনায়ক একটা সভামতো করে ফেললেন মাঠেইবল তুলে দিলেন কেভিনব্রায়েনের হাতেছোট ওব্রায়েন তুলে নিলেন খুলনার শেষ স্বীকৃতব্যাটসম্যান ড্যানিয়েল হ্যারিসকেরাজ্জাক এখানে সফল অধিনায়কঅল্প পুঁজিনিয়েও দলকে উজ্জীবিত রাখতে পেরেছেন
দুই ভূমিকাতেই যখন এমন সফল অধিনায়ক, সেই দল আবার না জেতে! ১২২ রানের পুঁজি নিয়েও রংপুর রাইডার্স পেয়েছে ৩৩রানের বেশ বড় জয়খুলনায় খুলনা রয়েল বেঙ্গলসের কাছে হারের প্রতিশোধ নেওয়াহলো পরের ম্যাচেইঅন্যদিকে হতাশায় ঘেরা শুরুর পর নিজেদের মাঠে ঘুরেদাঁড়ানো খুলনা রয়েল বেঙ্গলস যেন নিজেদের শহর ছাড়তেই ফিরে পেল পুরোনোচেহারাটানা দুই জয়ের হাত ধরে কাল পেল বিপিএলে সবচেয়ে কম রানে (৮৯) গুটিয়েযাওয়ার লজ্জা! আগের সবচেয়ে কম ৯৩ ছিল চিটাগং কিংসের, গত আসরেএবার খুলনাপেল উল্টো স্বাদটানা দুই হার দিয়ে শুরু করা রংপুর উঠে এল পয়েন্ট টেবিলেরতিনে
একই উইকেটে দিনের দ্বিতীয় ম্যাচ, বল একটু থেমে এসেছেতবেস্কোরকার্ড যেমন বলছে, তেমন ভয়ংকর কিন্তু ছিল না উইকেটভালো বোলিংয়েরসঙ্গে যোগ হয়েছিল আসলে বাজে ব্যাটিংয়ের প্রতিযোগিতাটস জিতে ব্যাটিংয়েনামা রংপুরের হয়ে বড় ইনিংস খেলতে পারেননি কেউ১২০ পেরিয়েই থমকে গেছেইনিংসখুলনার ইনিংসটা তো গতিই পেল না কখনোপ্রথম ওভারেই লু ভিনসেন্টেরএলবিডব্লুতে শুরুআগের দুই ম্যাচে সেঞ্চুরি ও ফিফটি করা শাহরিয়ার নাফীসফিরলেন ২২ বলে ১৪ করেএরপর রাজ্জাকের স্পিন আর এডওয়ার্ডসের গতির সামনে শেষখুলনাবল হাতে ৩ উইকেট পেলেও আগের ম্যাচের সেরা হ্যারিস ব্যর্থ আসলজায়গায়৩১ বল খেলে করতে পেরেছেন মোটে ১৫লেজ মুড়ে দিয়ে টি-টোয়েন্টিতেপ্রথমবার ৪ উইকেট পেয়েছেন ফিদেল এডওয়ার্ডস
সংক্ষিপ্ত স্কোর
রংপুররাইডার্স: ২০ ওভারে ১২২ (শামসুর ৬, হায়াট ২৩, ইমরুল ১, বোরগাস ২১, নাসির২১, নিয়াল ০, কেভিন ২৪*, রাজ্জাক ২, শরিফ ২, এডওয়ার্ডস ৬, অমিত ২; হ্যারিস৩/২২, আসিফ ১/০, সানজামুল ১/১৪, জাদরান ১/২২, বদ্রি ১/২৩, ফরহাদ রেজা১/২৫)খুলনা রয়েল বেঙ্গলস: ১৮.৪ ওভারে ৮৯ (ভিনসেন্ট ০, নাফীস ১৪, মিজানুর১৫, ওয়েসেলস ১১, হ্যারিস ১৫, আসিফ ১৯, ফরহাদ ০, বদ্রি ২, জাদরান ১, সানজামুল ৩*, নাবিল ০; এডওয়ার্ডস ৪/১১, রাজ্জাক ৩/২১, কেভিন ১/১৩, শরিফ১/১৩, নাসির ১/১৪)
ফল: রংপুর রাইডার্স ৩৩ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: ফিদেল এডওয়ার্ডস

 

নিউজরুম

 

 

 

শেয়ার করুন