জোড়া হ্যাটট্রিক

0
421
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(৩০ জানুয়ারী): খুববেশি পৃষ্ঠা ওল্টাতে হবে নামাত্রই কয়েকটি পৃষ্ঠা উল্টে গত রোববারেরদিনলিপিতে যানসান্তিয়াগো বার্নাব্যুতে গেটাফের বিপক্ষে দুর্দান্ত একহ্যাটট্রিক করলেন ক্রিস্টিয়ানো রোনালদোমাত্র কয়েক ঘণ্টা পরে লিওনেল মেসিএর পাল্টা জবাব দিলেন ওসাসুনার বিপক্ষে হ্যাটট্রিক করেজবাবটা জবাবের মতোকরতেই কিনা, মেসি গোল করলেন চারটি!
পৃষ্ঠা এবার একটু বেশিই ওল্টাতে হবেযেতে হবে গত বছরের ৭ অক্টোবরেলিগে রিয়াল বার্সার সর্বশেষ লড়াইটা এদিনইহয়েছেম্যাচটি ২-২ ড্রমেসি-রোনালদো দ্বৈরথও! দুজনের নামের পাশে দুটি করেগোল!
এই মুহূর্তে প্রশ্নাতীতভাবে বিশ্বের সেরা দুই খেলোয়াড়অনেকেই এইদুজনকে সর্বকালের সেরাদের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে দেওয়ার পক্ষেমুখে দুজনে যতই অস্বীকার করুন, মাঠে কিন্তু মেসি বনাম রোনালদো লড়াইটাস্ফটিকের মতো স্বচ্ছআজকের এল ক্লাসিকোটা তাই দুজনের লড়াইওগত ব্যালনডিঅরের পর এই প্রথম মুখোমুখি হচ্ছেন দুজনরোনালদোর একটা হিসাব বুঝিয়েদেওয়ার ব্যাপার আছেএই দুজন এমন মাপের খেলোয়াড়, বড় মঞ্চের আলোটা যাঁরাকেড়ে নিতে ভালোবাসেনমেসি-রোনালদো দুজনই চাইবেন আজকের ম্যাচের নায়ক হয়েউঠতেদুজনে একের পর এক রেকর্ডের পৃষ্ঠায় নিজের নামের সিল মেরে দিয়ে এগিয়েচলেছেনমেসি যেমন লিগে টানা ১১ ম্যাচে গোল করার নতুন রেকর্ড, সবচেয়ে কমবয়সে ২০০ গোলের কীর্তিও গড়েছেনরোনালদোও গড় ম্যাচে হ্যাটট্রিক করেবার্নাব্যুর মাঠে গড়েছেন ১০০ গোলের রেকর্ড
মজার ব্যাপার হলো, দুজনইসম্প্রতি ইনজুরির শঙ্কায়ও পড়েছেনওসাসুনার বিপক্ষে ম্যাচটিতে শতভাগ ফিটছিলেন না মেসিম্যাচ-পূর্ব অনুশীলন করেননি মালাগার বিপক্ষে কোয়ার্টারফাইনালের ফিরতি লেগে চোট পেয়েছিলেন বলেকিন্তু তার পরও লিগের গত ম্যাচটিতেপুরো সময় ধরেই খেলেছেনওদিকে গেটাফের বিপক্ষে হ্যাটট্রিক করার পর পরইরোনালদোকে তুলে নেন হোসে মরিনহোঅ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন বলেতবেসামান্য আঘাতের সাধ্য নেই রোনালদোকে এই ম্যাচ থেকে দূরে সরিয়ে রাখে
এমনিতেবার্সার জন্য এখন মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছেন রোনালদোসর্বশেষ ছয়টি এলক্লাসিকোতেই গোল করেছেনমেসিও কি রিয়ালের জন্য আতঙ্ক নন? সব মিলিয়ে এলক্লাসিকোতে রিয়ালের জালে ১৭ বার বল জড়িয়েছেন, বরং মেসির সামনে আজ অন্য রকমএক রেকর্ডের হাতছানিওআর একটি গোল করতে পারলেই এল ক্লাসিকোর সর্বোচ্চগোলদাতার রেকর্ডটা ছুঁয়ে ফেলবেন১৮ গোল করে শীর্ষে আছেন আর্জেন্টিনারইকিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোতবে মেসির এই ১৭ গোলের একটিও কিন্তু কাপেনয়! কোপা ডেল রেতে রিয়ালের বিপক্ষে গোল করাটার গেরোটা এখনো খুলতে পারেননিমেসি
হয়তো আজই সেই দিন!

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন