রাজশাহী (২৯জানুয়ারী : রাজশাহী অঞ্চলে আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আধাবেলা হরতালের ডাক দিয়েছে ইসলামী ছাত্রশিবির।
ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সমাজসেবা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু এবং কেন্দ্রীয় দফতর সম্পাদক আতিকুর রহমানসহ গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে এই হরতালের ডাক দেওয়া হয়।
ছাত্রশিবিরের রাজশাহী অঞ্চল অর্থাৎ রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ এ তিন জেলায় ছাত্রশিবির রাজশাহী অঞ্চলের ডাকে এ হরতাল আহবান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ তিন জেলার সভাপতিদের এক যৌথসভায় হরতালের এ সিদ্ধান্ত গৃহীত হয়।
শিবিরের রাজশাহী মহানগর শাখার প্রচার সম্পাদক আবদুল মালেকের পাঠানো এক মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেন ছাত্রশিবির রাজশাহী মহানগর সভাপতি আনিসুর রহমান বিশ্বাস, নাটোর জেলা সভাপতি আলী আল মাসুদ মিলন ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি শফিক এনায়েত উল্লাহ বুধবার আধাবেলা হরতাল পালনের আহবান জানান।
নিউজরুম