আগামী কয়েকদিনের মধ্যে আরো কয়েকজন যুদ্ধাপরাধীর মামলার রায় ঘোষণা

0
653
Print Friendly, PDF & Email

      ঢাকা (২৯জানুয়ারী) : আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘‘প্রত্যাশা করছি, আগামী কয়েকদিনের মধ্যে আরো কয়েকজন যুদ্ধাপরাধীর মামলার রায় ঘোষণা করা হবে। কোনো হামলা ও নৈরাজ্য এই বিচারকে ঠেকাতে পারবে না।’’

মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর ১৪ দলের মিছিলপূর্ব প্রতিবাদ সভায় তিনি একথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ‘‘দেশের শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার যখন সম্পন্ন হতে যাচ্ছে, তখন যুদ্ধাপরাধীদের বাঁচাতে জামায়াত-শিবির আবারও তাদের আগের মুর্তিতে ফিরে গেছে। তারা এখন জ্বালাও-পোড়াও করে এ বিচারকে বন্ধ করতে চাচ্ছে।’’

তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনী অনেক ধৈর্য্যের পরিচয় দিয়েছে। কিন্তু তাদের ধৈর্য্যের পরীক্ষা দেওয়ার সময় শেষ। জামায়াত-শিবির আবারও সন্ত্রাস করলে আইন-শৃঙ্খলা বাহিনীকে তা কঠোর হাতে দমন করতে হবে।’’

জামায়াত-শিবিরের পেছনে বিএনপি ইন্ধন দিচ্ছে মন্তব্য করে বিএনপিকে উদ্দেশ্য করে কামরুল বলেন, ‘‘নৈরাজ্য না করে সোজা পথে আসুন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও যুদ্ধাপরাধীদের বাঁচানোর স্বপ্ন আপনাদের পূরণ হবে না। নইলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপিকে প্রতিহত করা হবে।’’

সভা থেকে জামায়াত-শিবির দেখা মাত্রই গণধোলাই দেওয়ার আহ্বান জানান ১৪ দলের নেতারা।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সহ সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, মুকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য কামরুল আহসান প্রমুখ।

নিউজরুম

শেয়ার করুন