রুপসীবাংলা ডেস্ক: খুলনা মহানগরের সড়কগুলোতে বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি ও এইচইডি ল্যাম্প সংযোজনের উদ্দেশ্যে চীনের বাল্ব প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়্যাল লাইটিং লিমিটেডের আমন্ত্রণে চীন সফরে গেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক।
তিনি মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাউদার্ন চায়না এয়ারলাইন্স যোগে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার ঘোষ দুপুর ২টার দিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, খুলনা সিটি কর্পোরেশনের স্টোর অ্যান্ড প্রোপার্টি স্থায়ী কমিটির চেয়ারম্যান ২৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলী আকবর টিপু, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জাহিদ হোসেন শেখ ও সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) খান কিসমত আলী সিটি মেয়রের সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
মেয়র চীনে অবস্থানকালীন সময়ে কেসিসি’র প্যানেল মেয়র-১ আজমল আহমেদ তপন ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন। ১ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন বলে জানানো হয়েছে
নিউজরুম