হিউলেট প্যাকার্ড

0
414
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(২ জানুয়ারী): হিউলেট প্যাকার্ড বা এইচপি এবার ক্রোমবুক বাজারে আনতে যাচ্ছেএর আগে এসার, স্যামসাং ও লেনোভো গুগলের অপারেটিং সিস্টেমনির্ভর ল্যাপটপ বা ক্রোমবুকবাজারে আনার কথা জানিয়েছিল
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ভার্জের তথ্য অনুযায়ী, ১৪ ইঞ্চি মাপের এইচপি ক্রোমবুকটির নাম হতে পারে প্যাভিলিয়ন ক্রোমবুক
ক্রোমঅপারেটিং সিস্টেমনির্ভর এইচপির প্যাভিলয়ন ক্রোমবুকটিতে ব্যবহূত হতে পারে১.১ গিগাগহার্টজের সেলেরন প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট সলিডস্টেট ড্রাইভ বা এসএসডিপিসি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, এইচপির এক্রোমবুকটির দাম হাতের নাগালেই থাকবেআর এ ক্রোমবুকটি উইন্ডোজনির্ভরল্যাপটপের সঙ্গে বাজারে প্রতিদ্বন্দ্বিতা করবে
প্যাভিলিয়ন ক্রোমবুক বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি এইচপি কর্তৃপক্ষ

 

নিউজরুম

 

শেয়ার করুন