শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমরণ অনশন

0
438
Print Friendly, PDF & Email

শিক্ষা ডেস্ক(২ জানুয়ারী):সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান নজরুল ইসলামের অপসারণের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন অনুষদের শিক্ষার্থীরাগতকাল সোমবার বেলা পৌনে একটা থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে তাঁরা এ অনশন শুরু করেন
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল সোমবার সকাল আটটা থেকে পঞ্চম দিনের মতো ওই অনুষদে অবস্থান ধর্মঘট শুরু করেন শিক্ষার্থীরাবেলা ১১টার দিকে ওই অনুষদে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক আনোয়ারুল ইসলাম ও প্রক্টর হিমাদ্রী শেখর রায়সেখানে গিয়ে তাঁরা ধর্মঘট তুলে নিতে আহ্বান জানালে এক দফা দাবিতে অনড় থাকেন শিক্ষার্থীরা
পরে দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্য মো. সালেহ উদ্দিনের কার্যালয়ের সামনে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরাবেলা আড়াইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের আমরণ অনশন চলছিলআন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনার নামে সময়ক্ষেপণ করছেতাই অনেকটা বাধ্য হয়েই তাঁরা আমরণ অনশন শুরু করেছেন
সেমিস্টার পরীক্ষা দেরিতে নেওয়া, অর্থ আত্মসা, দুর্ব্যবহার, অসৌজন্যমূলক আচরণ, সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধাসহ ১০টি অভিযোগ এনে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন নজরুল ইসলামের অপসারণের দাবিতে গত মঙ্গলবার থেকে অবস্থান ধর্মঘট পালন করে আসছেন শিক্ষার্থীরা

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন