আমরা গোটা সমাজটাকে বদলে দিতে চাই

0
413
Print Friendly, PDF & Email

কৃষি ডেস্ক(২ জানুয়ারী): খাদ্যদ্রব্য ফরমালিনসহ ক্ষতিকর রাসায়নিক দ্রব্যমুক্ত করার দাবিতে নীলফামারীশহরে শোভাযাত্রা বের করা হয়েছেগতকাল সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকেরকার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন ও জেলা তথ্য কার্যালয়ের উদ্যোগেশোভাযাত্রাটি বের করা হয়
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেশিল্পকলা মিলনায়তনে এসে শেষ হয়পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়জেলাতথ্য কর্মকর্তা ফারুক মো. আবদুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবদুল মজিদঅন্যদের মধ্যে বক্তৃতা করেনপুলিশ সুপার (এসপি) আলমগীর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এমআমিনুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গুল্লাল সিংহ, সদর উপজেলাপরিষদের ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ
জেলা প্রশাসক বলেন, ‘একটি সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিত করার জন্য খাদ্যে বিষ প্রয়োগ বন্ধ করতেহবেসবার সহযোগিতায় আমরা গোটা সমাজটাকে বদলে দিতে চাই

 

নিউজরুম

 

শেয়ার করুন