আন্তরিকতা, দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে

0
127
Print Friendly, PDF & Email

ব্যবসা ও অর্থনীতি ডেস্ক(২ জানুয়ারী):দেশের শীর্ষস্থানীয় ওষধু প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান লতিফুর রহমান বলেছেন, কোম্পানিকে (এসকেএফ) শীর্ষস্থানে নিয়ে যেতে হলে সবাইকে আন্তরিকতা, দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবেকারণ, ভালো ব্যবসায়িক নীতির ওপরই কোম্পানির সফলতা নির্ভর করে
গত শনিবার কক্সবাজারের সমুদ্রসৈকতে একটি তারকা হোটেলের সম্মেলনকক্ষে আয়োজিত এসকেএফ বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন
আলোকিত হওশীর্ষক প্রতিপাদ্য বিষয়ে আয়োজিত দিনব্যাপী ওই সম্মেলনে সারা দেশ থেকে প্রতিষ্ঠানের দুই হাজার ২০০ সদস্য অংশ নেনসম্মেলনে এসকেএফ বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমীন হোসেনকে প্রতিষ্ঠানের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে ঘোষণা করা হয়
প্রধান অতিথির বক্তব্যে লতিফুর রহমান বার্ষিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কোম্পানির কর্মকর্তাদের প্রশংসা করে বলেন, গুণগত মানই কোম্পানির প্রধান শক্তি, যার মাধ্যমে সফলতা আসেতিনি আরও বলেন, এসকেএফ পরিবারের সব সদস্যের মধ্যে নৈতিক ব্যবসা ও নেতৃত্বের শক্তি অর্জন করতে হবেতা হলেই সফলতা ছিনিয়ে আনা সম্ভব হবে
এসকেএফের নতুন এমডি সিমীন হোসেন ২০১২ সালে কোম্পানির উল্লেখযোগ্য কৃতিত্বসমূহ তুলে ধরে বলেন, সহকর্মীদের সহযোগিতায় এসকেএফ আগামী দিনেও তার সফল অগ্রযাত্রা অব্যাহত রাখবে
শুভেচ্ছা বক্তব্যে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, আশা করছি শিগগিরই এসকেএফ দেশের ওষুধশিল্প খাতে নেতৃত্ব তৈরি করবেতিনি প্রথম আলোর শীর্ষস্থানে চলে আসার ইতিকথা তুলে ধরে বলেন, আন্তরিকতা ও পরিশ্রমী মানসিকতা নিয়ে কাজ করলে এসকেএফকেও শীর্ষস্থানে নিয়ে যাওয়া সম্ভব
সম্মেলনে উপস্থিত ছিলেন এসকেএফের পরিচালক শাহনাজ রহমান, আতিকুর রহমান, আরশাদ ওয়ালিউর রহমান ও শাহজরেহ্ হকস্বাগত বক্তব্য দেন কোম্পানির মহাব্যবস্থাপক (কমার্শিয়াল অ্যান্ড হিউম্যান রিসোর্সেস) মো. মোস্তফা হাসান২০১৩ সালের কর্মকৌশল ও লক্ষ্যমাত্রা নির্ধারণ নিয়ে বক্তব্য দেন মহাব্যবস্থাপক (মার্কেটিং) মো. মুজাহিদুল ইসলাম ও মহাব্যবস্থাপক (সেলস) মীর মুস্তাফিজুর রহমান
সম্মেলনে আরও বক্তব্য দেন কোম্পানির মহাব্যবস্থাপক (কোয়ালিটি অ্যাসুরেন্স) মতিয়ার রহমান, মহাব্যবস্থাপক (প্ল্যান্ট) আব্দুল্লাহ আল ওয়াহেদ, কে এম আরিফুল ইসলাম, মহাব্যবস্থাপক (টেকনিক্যাল সার্ভিসেস) ইখতিয়ার হোসেন ও মহাব্যবস্থাপক (অ্যাকাউন্টস) কাজী মাহবুব মাসুদ
নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলন শেষ হয়

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন