আর্ন্তজাতিক ডেস্ক(২৯ জানুয়ারী): ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় সান্তা মারিয়া শহরের একটি নৈশ ক্লাবে গত রোববারভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় দেশজুড়ে তিন দিনব্যাপী শোক পালন করাহচ্ছে। আর সান্তা মারিয়ায় মাসব্যাপী শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডেমৃত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়েছে। মৃতের সংখ্যা প্রথমে ২৪৫ জন বলেকর্তৃপক্ষ জানিয়েছিল, কিন্তু পরে তা সংশোধন করা হয়। ব্রাজিলেরস্বাস্থ্যমন্ত্রী আলেক্সান্দর পাদিলহা বলেন, ওই ঘটনায় ২৩৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে ১১৬ জন। আহতদের জীবন রক্ষার চেষ্টা করা হচ্ছে।
স্থানীয়কর্তৃপক্ষ জানায়, নাইট ক্লাবে সংগীত পরিবেশনকারী একটি ব্যান্ড দলের একসদস্য মঞ্চে একটি মশাল জ্বালিয়েছিলেন। সেই মশালের আগুন নিমেষে ছড়িয়েপড়েছিল। নিহত অনেকের শেষকৃত্য গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। হতাহতদেরমধ্যে স্থানীয় একটি কলেজের ছাত্রছাত্রীদের সংখ্যা বেশি।
ব্রাজিলেরপ্রেসিডেন্ট দিলমা রুসেফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি মন্ত্রিসভারসদস্যদের সঙ্গে নিয়ে সান্তা মারিয়ার কারিদাদ হাসপাতালে চিকিৎসাধীন আহতব্যক্তিদের দেখতে যান। এএফপি ও বিবিসি।
নিউজরুম